শক্তিশালী ঘূর্ণিঝড় ‘যশ’ এর কারণে সারাদেশের সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শুক্রবার সকাল থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম।
গত ২৫ মে থেকে ‘যশ’ এর কারণে কারণে নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
এদিকে বৃহস্পতিবার রাত ৯টায় একটি ফেরি বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এরপর শুক্রবার থেকে সবগুলো ফেরি স্বাভাবিকভাবেই চলাচল করছে। -ডেইলি বাংলাদেশ

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 

























