বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বরের পাশেই মৃ’ত্যুর কোলে ঢলে পড়লো কনে, বিয়ে হলো শালির সঙ্গে

বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। বিয়ের আয়োজন চলছে পুরোদমে। এরই মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে কনে। মৃত্যু হয় তার। এরপর তারই এক বোনের সঙ্গে পাত্রের বিয়ে হয়। খবর খালিজ টাইমসের

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ইটাওয়া জেলার বরথানার সামাসপুরে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, মালাবদল এবং অন্যান্য আচার সম্পন্ন হয়ে গিয়েছিল। ওই জুটি সাতপাকের প্রস্তুতি নিচ্ছিল। এসময় বর মঞ্জেশ কুমারের পাশে হঠাৎই অজ্ঞান হয়ে যান সুরভী নামের ওই কনে।

এরপর ডাক্তারকে খবর দেয়া হয়। ডাক্তার এসে পরীক্ষা-নিরীক্ষার পর জানান, কনের মৃত্যু হয়েছে। তিনি জানান, হার্ট অ্যাটাকে মারা গেছেন সুরভী। সুরভীর এমন মৃত্যুতে আনন্দ শোকে পরিণত হয়।

সুরভীর ভাই সৌরভ বলেন, এই পরিস্থিতিতে কি করবো আমরা বুঝে পাচ্ছিলাম না। আমরা দুই পরিবার আলোচনায় বসি। কেউ একজন পরামর্শ দেয় আমার ছোট বোন নিশার সঙ্গে মঞ্জেশের বিয়ে দেয়া যেতে পারে। পরে আমরা আলোচনা করে দুই পরিবার সম্মত হই।

তখন আমরা সুরভীর দেহ আরেকটি রুমে রেখে মঞ্জেশের সঙ্গে নিশার বিয়ে দেই। বিয়ের পর বরযাত্রী চলে যায়। তারপর আমরা সুরভীর শেষকৃত্য সম্পন্ন করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরের পাশেই মৃ’ত্যুর কোলে ঢলে পড়লো কনে, বিয়ে হলো শালির সঙ্গে

প্রকাশিত সময় : ০৬:০২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১

বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। বিয়ের আয়োজন চলছে পুরোদমে। এরই মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে কনে। মৃত্যু হয় তার। এরপর তারই এক বোনের সঙ্গে পাত্রের বিয়ে হয়। খবর খালিজ টাইমসের

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ইটাওয়া জেলার বরথানার সামাসপুরে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, মালাবদল এবং অন্যান্য আচার সম্পন্ন হয়ে গিয়েছিল। ওই জুটি সাতপাকের প্রস্তুতি নিচ্ছিল। এসময় বর মঞ্জেশ কুমারের পাশে হঠাৎই অজ্ঞান হয়ে যান সুরভী নামের ওই কনে।

এরপর ডাক্তারকে খবর দেয়া হয়। ডাক্তার এসে পরীক্ষা-নিরীক্ষার পর জানান, কনের মৃত্যু হয়েছে। তিনি জানান, হার্ট অ্যাটাকে মারা গেছেন সুরভী। সুরভীর এমন মৃত্যুতে আনন্দ শোকে পরিণত হয়।

সুরভীর ভাই সৌরভ বলেন, এই পরিস্থিতিতে কি করবো আমরা বুঝে পাচ্ছিলাম না। আমরা দুই পরিবার আলোচনায় বসি। কেউ একজন পরামর্শ দেয় আমার ছোট বোন নিশার সঙ্গে মঞ্জেশের বিয়ে দেয়া যেতে পারে। পরে আমরা আলোচনা করে দুই পরিবার সম্মত হই।

তখন আমরা সুরভীর দেহ আরেকটি রুমে রেখে মঞ্জেশের সঙ্গে নিশার বিয়ে দেই। বিয়ের পর বরযাত্রী চলে যায়। তারপর আমরা সুরভীর শেষকৃত্য সম্পন্ন করি।