দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৫ জন। একই সময় নতুন করে আরও ১ হাজার ৭৫ জন রোগী শনাক্ত হয়েছেন।
দেশে এখন পর্যন্ত ৮ লাখ ২ হাজার ৩০৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১২ হাজার ৬৬০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৭ লাখ ৪১ হাজার ১৫১ জন।
মঙ্গলবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 























