মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ভারী বৃষ্টিতে হাঁটু পানি

রাজধানীতে ভোর থেকে ভারী বৃষ্টি হচ্ছে।  কোথাও কোথাও বৃষ্টিতে হাঁটু সমান পানি জমে গেছে।  এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।  সকালের ভারী বৃষ্টিতে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। মঙ্গলবার (১ জুন) সকালে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

খলিলুর রহমান  নামে এক অফিসগামী যাত্রী বলেন, ‘মালিবাগের পূর্ব নয়াটোলার বাসা থেকে বৃষ্টির মধ‌্যেই বের হই।  সকাল ৮টায় অফিস।  বাসা থেকে বের হয়ে রিকশা না পেয়ে কিছু পথ হেঁটে বাসে উঠলাম।  বাস থেকে মাজার রোডের মোড় নামলাম।  এরপর রিকশা করে অফিসে যাচ্ছি।  কিন্তু, ভারী বৃষ্টির কারণে পুরো ভিজে গেছি।

কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে ডুবে গেছে মিরপুরের কালশী রোড।  এখানকার সাংবাদিক আবাসিক এলাকার পুরোটাই পানিতে থৈ থৈ করছে।  হাঁটু জলে ডুবে গেছে রাস্তা।  প্রায় প্রতিটি বাসার নিচতলায় পানি প্রবেশ করেছে।  বাসা থেকে বের হওয়ার উপায় নেই।  পেছনের কয়েকমাস ধরে কালশী রাস্তায় ফ্লাইওভার নির্মাণ, নতুন করে ড্রেন তৈরি এবং রাস্তা সংস্কারের কাজ চলছে।  ঈদের পর থেকে এই নির্মাণ কাজও স্থগিত হয়ে আছে।

সামান্য বৃষ্টিতে এখানে পানি জমে।  আর মঙ্গলবার সকালের টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে পুরো এলাকায় যেন পানির নিচে চলে গেছে।  সকালে অফিসগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।  কোন যানবাহন নেই, এমনকি রিক্সার চলাচলও বন্ধ হয়ে যায়।  সকালে পোশাক শ্রমিকরা বৃষ্টির পানিতে ভিজে হাঁটু জল ঠেলে কারখানায় রওয়ানা হন।

এদিকে রাজধানীর উত্তরাতে মধ‌্য রাত থেকে উত্তরায় ভারী বৃষ্টি শুরু হয়।  কিছু সময় বিরতি দিয়ে আবার ভোর থেকে সকাল পর্যন্ত একটানা বৃষ্টি হয়।  বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আব্দুল্লাহপুর, উত্তরায় রাস্তায় পানি জমে যাওয়ায় অফিসগামী লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন।

সকালেও ভারী বৃষ্টি থাকায় অফিসগামী মানুষ বিপাকে পড়েন।  সকালে অনেককেই গণপরিবহনসহ যানবাহনের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।  দীর্ঘ সময় অপেক্ষার পর কেউ কেউ গাড়িতে উঠতে পারলেও বাকিরা উপায় না দেখে হেঁটেই নিজ নিজ গন্তব্যে রওনা দিতে দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজধানীতে ভারী বৃষ্টিতে হাঁটু পানি

প্রকাশিত সময় : ০৪:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১

রাজধানীতে ভোর থেকে ভারী বৃষ্টি হচ্ছে।  কোথাও কোথাও বৃষ্টিতে হাঁটু সমান পানি জমে গেছে।  এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।  সকালের ভারী বৃষ্টিতে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। মঙ্গলবার (১ জুন) সকালে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

খলিলুর রহমান  নামে এক অফিসগামী যাত্রী বলেন, ‘মালিবাগের পূর্ব নয়াটোলার বাসা থেকে বৃষ্টির মধ‌্যেই বের হই।  সকাল ৮টায় অফিস।  বাসা থেকে বের হয়ে রিকশা না পেয়ে কিছু পথ হেঁটে বাসে উঠলাম।  বাস থেকে মাজার রোডের মোড় নামলাম।  এরপর রিকশা করে অফিসে যাচ্ছি।  কিন্তু, ভারী বৃষ্টির কারণে পুরো ভিজে গেছি।

কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে ডুবে গেছে মিরপুরের কালশী রোড।  এখানকার সাংবাদিক আবাসিক এলাকার পুরোটাই পানিতে থৈ থৈ করছে।  হাঁটু জলে ডুবে গেছে রাস্তা।  প্রায় প্রতিটি বাসার নিচতলায় পানি প্রবেশ করেছে।  বাসা থেকে বের হওয়ার উপায় নেই।  পেছনের কয়েকমাস ধরে কালশী রাস্তায় ফ্লাইওভার নির্মাণ, নতুন করে ড্রেন তৈরি এবং রাস্তা সংস্কারের কাজ চলছে।  ঈদের পর থেকে এই নির্মাণ কাজও স্থগিত হয়ে আছে।

সামান্য বৃষ্টিতে এখানে পানি জমে।  আর মঙ্গলবার সকালের টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে পুরো এলাকায় যেন পানির নিচে চলে গেছে।  সকালে অফিসগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।  কোন যানবাহন নেই, এমনকি রিক্সার চলাচলও বন্ধ হয়ে যায়।  সকালে পোশাক শ্রমিকরা বৃষ্টির পানিতে ভিজে হাঁটু জল ঠেলে কারখানায় রওয়ানা হন।

এদিকে রাজধানীর উত্তরাতে মধ‌্য রাত থেকে উত্তরায় ভারী বৃষ্টি শুরু হয়।  কিছু সময় বিরতি দিয়ে আবার ভোর থেকে সকাল পর্যন্ত একটানা বৃষ্টি হয়।  বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আব্দুল্লাহপুর, উত্তরায় রাস্তায় পানি জমে যাওয়ায় অফিসগামী লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন।

সকালেও ভারী বৃষ্টি থাকায় অফিসগামী মানুষ বিপাকে পড়েন।  সকালে অনেককেই গণপরিবহনসহ যানবাহনের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।  দীর্ঘ সময় অপেক্ষার পর কেউ কেউ গাড়িতে উঠতে পারলেও বাকিরা উপায় না দেখে হেঁটেই নিজ নিজ গন্তব্যে রওনা দিতে দেখা গেছে।