1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

কেমন পুরুষ পছন্দ মিমির

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৪১ পঠিত

মিমি চক্রবর্তীর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। নারী-পুরুষ নির্বিশেষে টলি তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি সংখ্যায় ফলোয়ার রয়েছে এই নায়িকার। এই বঙ্গ সুন্দরীর প্রেমে হাবুডুবু খান বহু পুরুষমানুষই। এমনিতে মিমির ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি চর্চা হালে শোনা যায় না। রাজ চক্রবর্তীর সঙ্গে ব্রেক-আপের পর থেকে নিজের লাভ লাইফ নিয়ে একদম ‘স্পিকটি নট’ পলিসি গ্রহণ করেছেন মিমি।যদিও তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহানের সঙ্গে মিমির প্রেমের গুঞ্জন বহুদিনের। সেই নিয়ে প্রকাশ্যে কোনওদিন কথা বলেননি নায়িকা।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সমীক্ষায় জনতার ভোটে টলিউডের সহচেয়ে ‘কাঙ্খিত’ হিরোইনের তকমা পেয়েছেন মিমি।অনুরাগীদের বিচারে সবচেয়ে কাঙ্খিত হতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত যাদবপুরের তৃণমূল সাংসদ। ক্যালটাইমসকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে মিমি জানিয়েছেন, তাঁর স্বপ্নের পুরুষ কেমন হবে সেই কথা। কেমন পুরুষ পছন্দ তাঁর? মিমির কথায়, ‘সবচেয়ে জরুরি আর প্রধান বিষয় হল তাঁকে একজন ভালো মনের মানুষ হতে হবে।সত্যি কথা বলছি, কারুর রূপ নিয়ে আমার বিশেষ মাথাব্যাথা নেই। আমি এমন একজন পার্টনার চাই যে আমার সবচেয়ে প্রিয় বন্ধু হবে’।

মিমির ফিগারে ফিদা সকলেই
মিমির ফিগারে ফিদা সকলেই

মিমির সুন্দরীর রূপ, টোনড ফিগার দেখে ফিদা ভক্তরা। মিমির মধ্যে কোন এক্স -ফ্যাক্টর রয়েছে যা পুরুষ মনকে উতলা করে তোলে? এই প্রশ্নের জবাবে মিমি পালটা প্রশ্ন করে বসেন, ‘তবে আমি সিঙ্গেল কেন? কোন পুরুষ আমায় নিয়ে কী ভাবছে সেটা ততক্ষণ পর্যন্ত জরুরি কি যদি না একজন সত্যি এক হাঁটু মুড়ে বসছে আমার জন্য?’ সুতরাং মনের মানুষের কাজ থেকে প্রেম প্রস্তাব পেতে আগ্রহী মিমিও সেই বার্তা কিন্তু স্পষ্ট! পাশাপাশি মিমি যোগ করেন, এক্স-ফ্যাক্টর তাঁর ভিতর কী রয়েছে সেই প্রশ্নের উত্তর তাঁর জানা না থাকলেও ভালোবাসা ছাড়িয়ে দিতে পারেন তিনি। আর সেই ভালোবাসায় তাঁর কাছে ফিরে আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD