করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানির ‘কোরোনাভ্যাক’ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর বিবিসি।
মঙ্গলবার (১ জুন) টিকা অনুমোদনের তথ্য জানিয়েছে ডব্লিউএইচও।
ডব্লিউএইচও বিশেষজ্ঞদের ওই স্বতন্ত্র প্যানেল এক বিবৃতিতে জানায়, ১৮ বছরের বেশি বয়সীদের এই টিকা দেওয়া যাবে। দুই ডোজের এই টিকা নিতে হবে। প্রথম ডোজের ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে। তবে সর্বোচ্চ কত বছর বয়সীরা এই টিকা দিতে পারবেন তা জানানো হয়নি। সিনোভ্যাকের টিকার ডেটা থেকে জানা গেছে যে, ভ্যাকসিনটি বয়স্কদের ক্ষেত্রেও বেশ কার্যকর।
চীনের উৎপাদিত করোনা ভাইরাসের দ্বিতীয় টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের দেশগুলো এ টিকার মান ও কার্যকারিতার উপর আস্থা রাখতে পারে বলে জানিয়েছে ডব্লিউএইচও।
রয়টার্স জানায়, ডব্লিউএইচওর অনুমোদন মূলত টিকার নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে জাতীয় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের জন্য সবুজ সংকেত। এর মাধ্যমে দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহের কর্মসূচি কোভ্যাক্সে এই টিকার অন্তর্ভুক্তির অনুমোদন পাওয়া যাবে।
এর আগে ডব্লিউএইচও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের করোনা টিকার অনুমোদন দেয়।
চীন ইতোমধ্যে সিনোফার্ম ও সিনোভ্যাক ভ্যাকসিন লাতিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকাতে রপ্তানিও শুরু হয়েছে।
চীনা প্রতিষ্ঠান ক্যানসিনো বায়োলজিকস উত্পাদিত তৃতীয় আরেকটি টিকার ক্লিনিকাল ট্রায়াল ডেটা ডব্লিউএইচও’র কাছে জমা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ডব্লিউএইচও এ ব্যাপারে কিছু জানায়নি।

আন্তর্জাতিক ডেস্ক/দৈনিক দেশ নিউজ বিডি ডটকম 
























