মানবপাচার, মাদক সংশ্লিষ্টতা, সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন অপরাধে যুক্ত টিকটকারদের আটক অভিযান পরিচালনা করছে আরএমপি পুলিশ।
নিরাপত্তার চাদরে ঢাকা আরএমপি হবে অপরাধ মুক্ত। এরই ধারাবাহিকতায় আরএমপির গোয়েন্দা পুলিশ অভিযানে ৯ জন টিকটকারকে আটক করা হয়েছে।
সামাজিক অবক্ষয় রোধে তরুণ প্রজন্মের কিশোর কিশোরীদের বিপদগ্রস্ত পথ থেকে উত্তরণে দিকনির্দেশনা পদক্ষেপসহ আইনগত ব্যবস্থা নিচ্ছেন আরএমপি পুলিশ। আজ বুধবার (২ জুন) সংবাদ সম্মেলন করে তা নিশ্চিত করেছেন আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
কমিশনার আরও বলেন, টিকটকাররা বিভিন্ন অশ্লীল ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়ার ঘটনাটি দৃষ্টি গোছর হলে ডিবি পুলিশকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা পেয়ে গতকাল ১ জুন নগরীর বিভিন্ন স্থানে মহানগর ডিবি পুলিশ অভিযান পরিচালনা করেন।
আটকদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
উল্লেখ্য, আটককৃত দের মধ্যে তিনজন মেয়ে ও ছয়জন ছেলে রয়েছে। তাদের অধিকাংশ নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী হওয়ায় অপ্রাপ্ত বয়সের কারণে আটকদের নাম ও ছবি প্রকাশ করা হয়নি।

নিজস্ব প্রতিবেদক 
























