রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্থগিত হওয়া পরীক্ষায় অংশগ্রহণ করতে রাজশাহীতে আসা দুই শিক্ষার্থীর করোনা পজেটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, আবাসিক হলসমূহ বন্ধ রাখার শর্তে সশরীরে স্থগিত হওয়া পরীক্ষা নেয়া সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন।
আক্রান্ত দুই শিক্ষার্থী ফাইন্যান্স বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ২০ তম ব্যাচের শিক্ষার্থী সুলতানা হাসু ও মাহফুজা নিপা। করোনা পজেটিভ হওয়ার বিষয়টি তারা দুজনেই নিশ্চিত করেছেন।
আক্রান্ত শিক্ষার্থীদের সহপাঠীদের সূত্রে জানা গেছে, পরীক্ষা দেয়ার উদ্দেশ্য সপ্তাহ খানেক পূর্বে রাজশাহীতে আসেন দুজন, মেস খোজাখুজি নিয়ে অনেক মানুষের সংস্পর্শে আসা হয়। করোনার উপসর্গ দেখা দিলে তারা নমুনা পরীক্ষা করতে দেন। আজ তাদের ২ জনেরই করোনা পজিটিভ আসে। তারা ২জনেই অনার্স শেষ বর্ষের পরীক্ষার জন্য রাজশাহীতে অবস্থান করছেন বলে জানিয়েছেন।
এই বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি জাহিদ হাসান বলেন, বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। তবে কারো করোনা সংক্রমণ হলে অবশ্যই পরীক্ষা পিছিয়ে দেয়া হবে।
তিনি আরো জানান, ২০ জুনের পর আমরা সাম্ভব্য একটা তারিখ দিয়েছি, তবে সবার আগে এমবিএ স্থগিত পরীক্ষা নেয়া হবে তারপর বিবিএর পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হবে। সবার সেফটি নিশ্চিত করেই সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, আবাসিক হলসমূহ বন্ধ রাখার শর্তে সশরীরে স্থগিত হওয়া পরীক্ষা ২০ জুন থেকে নেয়া সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন।-তথ্য সূত্রঃ রাজ টাইমস্

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 
























