বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় মারা গেলেন হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা

করোনায় মারা গেলেন হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা

লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা আলি আকবর মোহতাশামিপুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ইরানের রাজনীতির শীর্ষ পর্যায়ের একজন শিয়া নেতা। খবর-আল জাজিরা।

সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, সোমবার ভোরে রাজধানীর খতম-আল-আনবিয়া হাসপাতালে করোনভাইরাসের বিভিন্ন জটিলতায় তার মৃত্যু হয়।

ইসরায়েলি বোমায় ডান হাত হারিয়েছিলেন এই শিয়া নেতা। সিরিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ প্রতিষ্ঠার অন্যতম একজন ছিলেন তিনি। এছাড়া ইরানের প্রয়াত প্রধান নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনির ঘনিষ্ঠ ছিলেন তিনি।

আলি আকবর মোহতাশামিপুর  ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রদূত হিসেবে সিরিয়ায় নিযুক্ত ছিলেন। পরে ১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইরানে ইসলামিক অভ্যুত্থানের পর দেশটির আধাসামরিক ইসলামিক বিপ্লবী বাহিনী (আইআরজিসি) প্রতিষ্ঠায় সহযোগিতা করেন। ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট সাইয়্যেদ মোহাম্মদ খাতামির মূল উপদেষ্টা হিসাবেও ছিলেন তিনি।

১৯৮৪ সালে একটি বইয়ে বোমা লুকিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ইরানের দাবি, ওই হামলার পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত। এর কয়েক বছর পরে তিনি ধীরগতিতে ইরান পুনর্গঠনে নিযুক্ত হন। দেশের অভ্যন্তরে ইসলামিক চিন্তাধারার পরিবর্তন আনার চেষ্টা করেন এই নেতা।

হিজবুল্লাহ নেতা হাসান নসরাল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার এক সপ্তাহের মধ্যে মোহতাশামিপুরের মৃত্যু হলো। হিজবুল্লাহ গত সপ্তাহে নসরাল্লাহ আক্রান্ত হওয়ার খবর অস্বীকার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

করোনায় মারা গেলেন হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা

প্রকাশিত সময় : ১২:১৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১

লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা আলি আকবর মোহতাশামিপুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ইরানের রাজনীতির শীর্ষ পর্যায়ের একজন শিয়া নেতা। খবর-আল জাজিরা।

সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, সোমবার ভোরে রাজধানীর খতম-আল-আনবিয়া হাসপাতালে করোনভাইরাসের বিভিন্ন জটিলতায় তার মৃত্যু হয়।

ইসরায়েলি বোমায় ডান হাত হারিয়েছিলেন এই শিয়া নেতা। সিরিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ প্রতিষ্ঠার অন্যতম একজন ছিলেন তিনি। এছাড়া ইরানের প্রয়াত প্রধান নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনির ঘনিষ্ঠ ছিলেন তিনি।

আলি আকবর মোহতাশামিপুর  ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রদূত হিসেবে সিরিয়ায় নিযুক্ত ছিলেন। পরে ১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইরানে ইসলামিক অভ্যুত্থানের পর দেশটির আধাসামরিক ইসলামিক বিপ্লবী বাহিনী (আইআরজিসি) প্রতিষ্ঠায় সহযোগিতা করেন। ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট সাইয়্যেদ মোহাম্মদ খাতামির মূল উপদেষ্টা হিসাবেও ছিলেন তিনি।

১৯৮৪ সালে একটি বইয়ে বোমা লুকিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ইরানের দাবি, ওই হামলার পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত। এর কয়েক বছর পরে তিনি ধীরগতিতে ইরান পুনর্গঠনে নিযুক্ত হন। দেশের অভ্যন্তরে ইসলামিক চিন্তাধারার পরিবর্তন আনার চেষ্টা করেন এই নেতা।

হিজবুল্লাহ নেতা হাসান নসরাল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার এক সপ্তাহের মধ্যে মোহতাশামিপুরের মৃত্যু হলো। হিজবুল্লাহ গত সপ্তাহে নসরাল্লাহ আক্রান্ত হওয়ার খবর অস্বীকার করেছে।