দিনাজপুরের বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় কৌশিক নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের নিরঞ্জন রায়ের শিশুপুত্র কৌশিক রায়(৭)। বীরগঞ্জ- পীরগঞ্জ সড়কের বটতলা নামকস্থানে ওই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও প্রদক্ষদর্শিরা জানান,রবিবার বিকাল সাড়ে ৩ টায় পীরগঞ্জ সড়কে দ্রুতগামী একটি পিকাআপ ভ্যান পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুত্বর আহত শিশু কৌশিক কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আফরোজ সুলতানা লুনা বিষয়টি নিশ্চিত করে জানান,হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু কৌশিকের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে এলাকায় শোকের মাতম বইছে। শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে অনেকেই মৃত শিশুর বাড়িতে ছুটে যান এবং শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানান বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শামীম ফিরোজ আলম।

রনজিৎ সরকার রাজ ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: 

























