মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মানববন্ধন 

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মানববন্ধন

যথাযথ সুরক্ষা নিশ্চিতপূর্বক সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা।

সোমবার (১৪ জুন) দুপুর ১২ টার সময় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে ছাত্র প্রবীর দেববর্মার সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষাপ্রতিষ্ঠানে সকল স্বাস্থ্যবিধি নিশ্চিত করে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানানো হয়।
শ্রীমঙ্গলের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এই মানববন্ধনের আয়োজন করেন। স্টুডেন্ট যুবরাজ দেববর্মার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রভাষক জলি পাল, এডভোকেট আবুল হাসান, মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, সমাজকর্মী তাপস দাশ, পরিবেশ কর্মী প্রীতম দাশ, উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য হায়দার আহমদ, শিক্ষার্থী আরিফ হোসেন, শিক্ষার্থী মাহমুদা আক্তার, শিক্ষার্থী স্বাধীন দেব, কলেজ শিক্ষার্থী রুপা রায়, শিক্ষার্থী আলী আজাদ ও সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালীন সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের বেতন মওকুফ, করোনাকালীন বছরগুলোকে লুপ্ত বছর ঘোষণা করে চাকুরি প্রত্যাশীদের বয়সসীমা বাড়ানো ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবী জানানো হয়।
শিক্ষার্থীরা বলেন,শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমরা পড়াশোনা থেকে পিছিয়ে পড়েছি। আমাদের মতো স্টুডেন্টরা টিউশনি করে সংসার চালাতে হয়। আজ করোনার কারণে সব বন্ধ থাকায় আমরা টিউশনি করতে পারছি না।  আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেয়া হচ্ছে।
আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবী জানাই যাতে সকল স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলে দেয়া হউক। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পেশ করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মানববন্ধন 

প্রকাশিত সময় : ১০:৪১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১

যথাযথ সুরক্ষা নিশ্চিতপূর্বক সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা।

সোমবার (১৪ জুন) দুপুর ১২ টার সময় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে ছাত্র প্রবীর দেববর্মার সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষাপ্রতিষ্ঠানে সকল স্বাস্থ্যবিধি নিশ্চিত করে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানানো হয়।
শ্রীমঙ্গলের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এই মানববন্ধনের আয়োজন করেন। স্টুডেন্ট যুবরাজ দেববর্মার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রভাষক জলি পাল, এডভোকেট আবুল হাসান, মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, সমাজকর্মী তাপস দাশ, পরিবেশ কর্মী প্রীতম দাশ, উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য হায়দার আহমদ, শিক্ষার্থী আরিফ হোসেন, শিক্ষার্থী মাহমুদা আক্তার, শিক্ষার্থী স্বাধীন দেব, কলেজ শিক্ষার্থী রুপা রায়, শিক্ষার্থী আলী আজাদ ও সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালীন সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের বেতন মওকুফ, করোনাকালীন বছরগুলোকে লুপ্ত বছর ঘোষণা করে চাকুরি প্রত্যাশীদের বয়সসীমা বাড়ানো ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবী জানানো হয়।
শিক্ষার্থীরা বলেন,শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমরা পড়াশোনা থেকে পিছিয়ে পড়েছি। আমাদের মতো স্টুডেন্টরা টিউশনি করে সংসার চালাতে হয়। আজ করোনার কারণে সব বন্ধ থাকায় আমরা টিউশনি করতে পারছি না।  আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেয়া হচ্ছে।
আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবী জানাই যাতে সকল স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলে দেয়া হউক। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পেশ করা হয়।