শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বৈঠক ফলপ্রসূ বললেন বাইডেন-পুতিন

বৈঠক ফলপ্রসূ বললেন বাইডেন-পুতিন

জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শীর্ষ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে, দ্বিপক্ষীয় নানা ইস্যুতে দুই দেশের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।বুধবার (১৬ জুন) প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান রুশ প্রেসিডেন্ট।

 

অবশেষে বিশ্ব সম্প্রদায়ের অপেক্ষার অবসান ঘটিয়ে মুখোমুখি বাইডেন-পুতিন। হাত মেলালেন বিশ্ব দুই নেতা। যে করমর্দন দেখতে এতদিন অপেক্ষায় ছিলেন দুই দেশের কোটি কোটি মানুষের পাশাপাশি গোটা বিশ্ববাসী। 

বুধবার স্থানীয় সময় সকাল ১১টার কিছু পরে জেনেভার নির্ধারিত সম্মেলনস্থল ভিলা লা গ্রাঞ্জে শুরু হয় বহুল প্রতীক্ষিত ও আলোচিত এই শীর্ষ বৈঠক। দু দফায় প্রায় চার ঘণ্টা ধরে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে চলে আলোচনা।
পরে, বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন না হলেও আলাদা সংবাদ সম্মেলনে আসেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। বাইডেনের সঙ্গে কোন ধরনের বিরোধ নেই বলেও সাংবাদিকদের জানান তিনি। 

‘আমাদের মধ্যে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। সত্যি কথা বলতে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে আমরা আন্তরিক। বাইডেনের সঙ্গে আমার কোন ধরনের বিরোধ নেই। পারমাণবিক স্থিতিশীলতায় আমাদের দুই দেশেরই দায়িত্ব রয়েছে। এ বিষয়ে আমরা একমত হয়েছি। এছাড়াও, সাইবার নিরাপত্তায় দেশের মধ্যে তথ্য আদান প্রদানেও একমত হয়েছি আমরা।’ 

এছাড়াও, মস্কোয় বহিষ্কৃত মার্কিন কূটনীতিকদের দেশে ফেরত পাঠানোর বিষয়েও দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে বলেও জানান পুতিন। সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসাও করেন রুশ প্রেসিডেন্ট। জো বাইডেনকে অত্যন্ত স্মার্ট, বিচক্ষণ এবং পরিমিত স্বভাবের অধিকারী বলেও অভিহিত করেন তিনি। 

অন্যদিকে, দ্বিপক্ষীয় যেসব ইস্যুতে দুই দেশের অবস্থান এক সেসব বিষয়ে আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্কোন্নয়নে বৈঠকে গুরুত্বারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে যুক্তরাষ্ট্র আন্তরিক বলেও জানান তিনি। 

এছাড়াও, কোভিড মোকাবিলা, জলবায়ুর পরিবর্তন, ইউক্রেনে রাশিয়ার সাইবার হামলা, এবং সিরিয়া ইস্যুতেও দুই দেশের গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বৈঠক ফলপ্রসূ বললেন বাইডেন-পুতিন

প্রকাশিত সময় : ১১:১৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শীর্ষ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে, দ্বিপক্ষীয় নানা ইস্যুতে দুই দেশের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।বুধবার (১৬ জুন) প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান রুশ প্রেসিডেন্ট।

 

অবশেষে বিশ্ব সম্প্রদায়ের অপেক্ষার অবসান ঘটিয়ে মুখোমুখি বাইডেন-পুতিন। হাত মেলালেন বিশ্ব দুই নেতা। যে করমর্দন দেখতে এতদিন অপেক্ষায় ছিলেন দুই দেশের কোটি কোটি মানুষের পাশাপাশি গোটা বিশ্ববাসী। 

বুধবার স্থানীয় সময় সকাল ১১টার কিছু পরে জেনেভার নির্ধারিত সম্মেলনস্থল ভিলা লা গ্রাঞ্জে শুরু হয় বহুল প্রতীক্ষিত ও আলোচিত এই শীর্ষ বৈঠক। দু দফায় প্রায় চার ঘণ্টা ধরে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে চলে আলোচনা।
পরে, বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন না হলেও আলাদা সংবাদ সম্মেলনে আসেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। বাইডেনের সঙ্গে কোন ধরনের বিরোধ নেই বলেও সাংবাদিকদের জানান তিনি। 

‘আমাদের মধ্যে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। সত্যি কথা বলতে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে আমরা আন্তরিক। বাইডেনের সঙ্গে আমার কোন ধরনের বিরোধ নেই। পারমাণবিক স্থিতিশীলতায় আমাদের দুই দেশেরই দায়িত্ব রয়েছে। এ বিষয়ে আমরা একমত হয়েছি। এছাড়াও, সাইবার নিরাপত্তায় দেশের মধ্যে তথ্য আদান প্রদানেও একমত হয়েছি আমরা।’ 

এছাড়াও, মস্কোয় বহিষ্কৃত মার্কিন কূটনীতিকদের দেশে ফেরত পাঠানোর বিষয়েও দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে বলেও জানান পুতিন। সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসাও করেন রুশ প্রেসিডেন্ট। জো বাইডেনকে অত্যন্ত স্মার্ট, বিচক্ষণ এবং পরিমিত স্বভাবের অধিকারী বলেও অভিহিত করেন তিনি। 

অন্যদিকে, দ্বিপক্ষীয় যেসব ইস্যুতে দুই দেশের অবস্থান এক সেসব বিষয়ে আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্কোন্নয়নে বৈঠকে গুরুত্বারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে যুক্তরাষ্ট্র আন্তরিক বলেও জানান তিনি। 

এছাড়াও, কোভিড মোকাবিলা, জলবায়ুর পরিবর্তন, ইউক্রেনে রাশিয়ার সাইবার হামলা, এবং সিরিয়া ইস্যুতেও দুই দেশের গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।