ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সোয়াগাজী ইউটার্নে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) রাত পৌনে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
নিহতরা হলেন, ঢাকার সিটির খিলগাঁও তালতলা এলাকার মিরাজ হোসেন (১৮), রামপুরা এলাকার বেলাল হোসেন (৩৫) এবং লক্ষ্মীপুর জেলার হামন্দী এলাকা ফখরুল আলম দুলাল (৫২)। বেলাল প্রাইভেটকার চালক।
স্থানীয়রা জানান, ঢাকামুখী শ্যামলী পরিবহনের একটি বাস ইউটার্ন নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহত মিরাজের বড় ভাই মো. মনির বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর উদ্দেশে ঢাকা থেকে বের হয়। রাত ৩টায় দুর্ঘটনার খবর পাই।ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় এনেছি। প্রাইভেটকার চালক বেলাল ঢাকায় নেওয়ার পথে মারা যায়। আমরা শ্যামলী বাস ও প্রাইভেটকারটিকে থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 

























