মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চারদিকে অন্ধকার দেখছেন ফখরুল

দেশের চারদিকে ভয়াবহ অন্ধকার দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব বলেন, চারদিকে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি। এর বাইরে কিছুই দেখতে পারছি না। এর মধ্যে জিয়াউর রহমান খুব প্রাসঙ্গিক। এজন্য আমাদের জিয়াউর রহমানকে সামনে নিয়ে আসতে হবে। তাহলেই আলোর পথ দেখতে পাবো।

বর্তমান সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে, লুট করছে এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছে। আর মেগা প্রকল্প করে গণ লুট চলছে। ১০ হাজার কোটি টাকার প্রকল্প হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি টাকার।

ফখরুল আরো অভিযোগ করেন, মহামারি করোনায় এখন পর্যন্ত টিকার কোন নিশ্চিয়তা নেই। এটার নিশ্চয়তা হবেও না। কারণ যারা স্বাস্থ্যখাতের সঙ্গে জড়িত তারা সবাই দুর্নীতিতে জড়িয়ে গেছে। এতো বড় দুর্নীতি করেছে যে, মানুষের জীবনকে তারা মূল্যহীন করে ফেলেছে। আজকে দেশে মানুষের জীবনের কোন মূল্য এমনকি নিরাপত্তাও নেই। খবরের কাগজ খুললেই দেখবেন, গুম ও হত্যার ঘটনা।

রাজধানীতে মা ও বোনকে খুন করার ঘটনা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র নেই বলেই সমাজ ব্যবস্থা নেই। জবাবদিহিতা নেই। এই অবস্থা থেকে ফিরিয়ে আনার দায়িত্ব বিএনপির বলে আমরা মনে করি। আর বিএনপিকে সাহায্য ও সহযোগীতা আপনাদেরকেই করতে হবে, যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার প্রমুখ বক্তব্য রাখেন তথ্য সূত্রঃবাংলাদেশ জার্নাল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চারদিকে অন্ধকার দেখছেন ফখরুল

প্রকাশিত সময় : ০৯:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১

দেশের চারদিকে ভয়াবহ অন্ধকার দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব বলেন, চারদিকে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি। এর বাইরে কিছুই দেখতে পারছি না। এর মধ্যে জিয়াউর রহমান খুব প্রাসঙ্গিক। এজন্য আমাদের জিয়াউর রহমানকে সামনে নিয়ে আসতে হবে। তাহলেই আলোর পথ দেখতে পাবো।

বর্তমান সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে, লুট করছে এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছে। আর মেগা প্রকল্প করে গণ লুট চলছে। ১০ হাজার কোটি টাকার প্রকল্প হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি টাকার।

ফখরুল আরো অভিযোগ করেন, মহামারি করোনায় এখন পর্যন্ত টিকার কোন নিশ্চিয়তা নেই। এটার নিশ্চয়তা হবেও না। কারণ যারা স্বাস্থ্যখাতের সঙ্গে জড়িত তারা সবাই দুর্নীতিতে জড়িয়ে গেছে। এতো বড় দুর্নীতি করেছে যে, মানুষের জীবনকে তারা মূল্যহীন করে ফেলেছে। আজকে দেশে মানুষের জীবনের কোন মূল্য এমনকি নিরাপত্তাও নেই। খবরের কাগজ খুললেই দেখবেন, গুম ও হত্যার ঘটনা।

রাজধানীতে মা ও বোনকে খুন করার ঘটনা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র নেই বলেই সমাজ ব্যবস্থা নেই। জবাবদিহিতা নেই। এই অবস্থা থেকে ফিরিয়ে আনার দায়িত্ব বিএনপির বলে আমরা মনে করি। আর বিএনপিকে সাহায্য ও সহযোগীতা আপনাদেরকেই করতে হবে, যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার প্রমুখ বক্তব্য রাখেন তথ্য সূত্রঃবাংলাদেশ জার্নাল