মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্যমন্ত্রীর কবেই পদত্যাগ করা উচিত ছিল: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাস্থ্যমন্ত্রীর কবেই পদত্যাগ করা উচিত ছিল। তিনি করেন নাই। দুর্ভাগ্যজনক উল্টো তারা ডিফেন্ড করছেন সবাই সবাইকে যে, তারা খুব ভালো কাজ করছেন। এত ভালো স্বাস্থ্যমন্ত্রী নাকি আর হয় না।
ঢাকাসহ ৭ জেলায় করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি এবং সরকারের নেওয়া পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মঙ্গলবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সারা দেশে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়া দলের সকল সাংগঠনিক কার্যক্রম ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপি মহাসচিব।
গত ২০ জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন তিনি।
কোথায় লকডাউন?
মির্জা ফখরুল বলেন, সরকার ঘোষিত লকডাউন কাজ করবে না। অতীতেও কাজ করেনি। ঢাকাতেও লকডাউন আছে। আপনি লকডাউন কোথাও দেখতে পান? কোথায় লকডাউন? আমি তো দেখতে পাই না। যার যেখানে খুশি যাচ্ছে, যার যেখানে যা খুশি করছে, এমনকি বিয়েও হচ্ছে। সরকার ঘোষিত লকডাউন লোক দেখানো এবং এটা প্রতারণা।
এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া দুরভিসন্ধিমূলক
মির্জা ফখরুল বলেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রকল্পের বিষয়ে ইসি চিঠি দেয়ার পরেও সরকার সরাসরি নাকচ করে দিয়েছে দুই লাইনের একটা চিঠি দিয়ে। এটা একটা অত্যন্ত দুরভিসন্ধিমূলক পদক্ষেপ। এর মাধ্যমে এনআইডি নিয়েও সরকার চক্রান্ত করছে। তারা জনগণের পরিচয় নিয়ন্ত্রণ করতে পারে সেই ষড়যন্ত্র করতে যাচ্ছে যাতে। বিএনপি এহেন সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছে। সরকারকে তার এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছে। কারণ বিএনপিসহ সরকার বিরোধী কেউই বিষয়টি পছন্দ করছে না।
দেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ নেই
সংবাদ সম্মেলনে পত্র-পত্রিকায় প্রকাশিত আঙ্কটার্ডের রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, এখানে বিদেশি বিনিয়োগ প্রায় ১১% কমে গেছে। এখানে যে দুঃশাসন, গভর্নেন্সের অভাব, দুর্নীতি এবং সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে যখন কিছু কেউ বিনিয়োগ করতে যায়, তাকে কেঁদে কেটে সব ফেলে দিয়ে যেতে হয়।
তারপরে কনস্ট্রাকশন করতে গেলে চাঁদা দিতে হয়। এখানে কোনো বিনিয়োগের পরিবেশ বিরাজ করে না।
সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত ছাত্রদলের সাবেক নেতা সাইফুল ইসলামকে পায়ের গুলি করে পঙ্গু করা, ময়মনসিংহ, ঢাকা, নারায়ণগঞ্জে ছাত্রদলের আলোচনায় পুলিশি হামলা ও ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি এবং ভোজ্য তেলসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্বাস্থ্যমন্ত্রীর কবেই পদত্যাগ করা উচিত ছিল: মির্জা ফখরুল

প্রকাশিত সময় : ০৮:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাস্থ্যমন্ত্রীর কবেই পদত্যাগ করা উচিত ছিল। তিনি করেন নাই। দুর্ভাগ্যজনক উল্টো তারা ডিফেন্ড করছেন সবাই সবাইকে যে, তারা খুব ভালো কাজ করছেন। এত ভালো স্বাস্থ্যমন্ত্রী নাকি আর হয় না।
ঢাকাসহ ৭ জেলায় করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি এবং সরকারের নেওয়া পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মঙ্গলবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সারা দেশে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়া দলের সকল সাংগঠনিক কার্যক্রম ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপি মহাসচিব।
গত ২০ জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন তিনি।
কোথায় লকডাউন?
মির্জা ফখরুল বলেন, সরকার ঘোষিত লকডাউন কাজ করবে না। অতীতেও কাজ করেনি। ঢাকাতেও লকডাউন আছে। আপনি লকডাউন কোথাও দেখতে পান? কোথায় লকডাউন? আমি তো দেখতে পাই না। যার যেখানে খুশি যাচ্ছে, যার যেখানে যা খুশি করছে, এমনকি বিয়েও হচ্ছে। সরকার ঘোষিত লকডাউন লোক দেখানো এবং এটা প্রতারণা।
এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া দুরভিসন্ধিমূলক
মির্জা ফখরুল বলেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রকল্পের বিষয়ে ইসি চিঠি দেয়ার পরেও সরকার সরাসরি নাকচ করে দিয়েছে দুই লাইনের একটা চিঠি দিয়ে। এটা একটা অত্যন্ত দুরভিসন্ধিমূলক পদক্ষেপ। এর মাধ্যমে এনআইডি নিয়েও সরকার চক্রান্ত করছে। তারা জনগণের পরিচয় নিয়ন্ত্রণ করতে পারে সেই ষড়যন্ত্র করতে যাচ্ছে যাতে। বিএনপি এহেন সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছে। সরকারকে তার এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছে। কারণ বিএনপিসহ সরকার বিরোধী কেউই বিষয়টি পছন্দ করছে না।
দেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ নেই
সংবাদ সম্মেলনে পত্র-পত্রিকায় প্রকাশিত আঙ্কটার্ডের রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, এখানে বিদেশি বিনিয়োগ প্রায় ১১% কমে গেছে। এখানে যে দুঃশাসন, গভর্নেন্সের অভাব, দুর্নীতি এবং সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে যখন কিছু কেউ বিনিয়োগ করতে যায়, তাকে কেঁদে কেটে সব ফেলে দিয়ে যেতে হয়।
তারপরে কনস্ট্রাকশন করতে গেলে চাঁদা দিতে হয়। এখানে কোনো বিনিয়োগের পরিবেশ বিরাজ করে না।
সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত ছাত্রদলের সাবেক নেতা সাইফুল ইসলামকে পায়ের গুলি করে পঙ্গু করা, ময়মনসিংহ, ঢাকা, নারায়ণগঞ্জে ছাত্রদলের আলোচনায় পুলিশি হামলা ও ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি এবং ভোজ্য তেলসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি।