শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় মৃত্যু ৪৪ লাখ ও আক্রান্ত ২১ কোটি

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৯৯ লাখ ছাড়িয়েছে। আর করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ লাখ ১ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৯৯ লাখ ২২ হাজার ১৫৭ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ১ হাজার ৯১৬ জনের।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শুক্রবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭২ লাখ ৯২ হাজার ৭৭৯ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৬ লাখ ২৫ হাজার ১৫৩ জনের। করোনার সংক্রমণ দেশটিতে কমে গেলে গত কয়েক মাসে ফের বেড়েছে। গত ২৮ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ২৯ লাখ ২৮ হাজার ৮৬৩ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ হাজার ৪৮৪ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৩ লাখ ২২ হাজার ২৫৮ জন। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৪৯ জনের। গত ২৮ দিনে আক্রান্তের দিক থেকেও দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ লাখ ৬৪ হাজার ৫৩৮ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ হাজার ৬২ জন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪ লাখ ৯৪ হাজার ২১২ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭২ হাজার ৬৪১ জনের। গত ২৮ দিনে ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৯ লাখ ৮৩ হাজার ৯৪৩ জন। আর করোনায় মারা গেছে ২৬ হাজার ৫৮ জন।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে আছে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৫২ হাজার ২০৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৫০ হাজার ৪৬৯ জনের। গত ২৮ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৭১০ জন। আর করোনায় মারা গেছে ১৩ হাজার ২৬২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিশ্বে করোনায় মৃত্যু ৪৪ লাখ ও আক্রান্ত ২১ কোটি

প্রকাশিত সময় : ০২:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৯৯ লাখ ছাড়িয়েছে। আর করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ লাখ ১ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৯৯ লাখ ২২ হাজার ১৫৭ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ১ হাজার ৯১৬ জনের।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শুক্রবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭২ লাখ ৯২ হাজার ৭৭৯ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৬ লাখ ২৫ হাজার ১৫৩ জনের। করোনার সংক্রমণ দেশটিতে কমে গেলে গত কয়েক মাসে ফের বেড়েছে। গত ২৮ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ২৯ লাখ ২৮ হাজার ৮৬৩ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ হাজার ৪৮৪ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৩ লাখ ২২ হাজার ২৫৮ জন। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৪৯ জনের। গত ২৮ দিনে আক্রান্তের দিক থেকেও দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ লাখ ৬৪ হাজার ৫৩৮ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ হাজার ৬২ জন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪ লাখ ৯৪ হাজার ২১২ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭২ হাজার ৬৪১ জনের। গত ২৮ দিনে ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৯ লাখ ৮৩ হাজার ৯৪৩ জন। আর করোনায় মারা গেছে ২৬ হাজার ৫৮ জন।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে আছে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৫২ হাজার ২০৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৫০ হাজার ৪৬৯ জনের। গত ২৮ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৭১০ জন। আর করোনায় মারা গেছে ১৩ হাজার ২৬২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।