দুই দশক আগে সাতক্ষীরায় সে সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার বহরে হামলার নেতৃত্ব দেন কলারোয়া থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান রঞ্জু। তাকে গতকাল শুত্রবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার (২১ আগস্ট) রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার।
গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায় গত ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরা জেলায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে কলারোয়া থানা এলাকায় গ্রেপ্তারকৃত রঞ্জুর নেতৃত্বে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা করে।
তিনি আরো বলেন, এ ঘটনায় রূজুকৃত মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত ৫০ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
অতিরিক্ত কমিশনার বলেন, আলোচিত এ মামলার রায়ে আসামি রঞ্জুকে ১০ বছর কারাদণ্ডসহ অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। ঘটনার পর থেকেই আসামি রঞ্জু পলাতক ছিল।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 

























