গাজীপুরের কালীগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে বসবাসরত বীরমুক্তিযোদ্ধা স্বামী পরিত্যক্তা মেয়েকে ধর্ষণ চেষ্টার সংবাদ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে বরাদ্দ পাওয়া ঘরে। এ বিষয়ে ভিকটিক বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কালীগঞ্জ থানায় ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৯ (৪) (খ) ধারায় একটি মামলা রুজু করেন। যার নং-১০(৮)২১।
পরে মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক এসআই কামাল হোসেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন ও ভুক্তভোগীর জবানবন্দি নিয়ে অভিযুক্ত লম্পট লাল মিয়াকে ওইদিন রাত ২ টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে লাল মিয়া (৪০) একই গ্রামের ব্রাহ্মনগাঁও ২ নং আশ্রায়ন প্রকল্পে বসবাসরত ভিকটিমকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদান করে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে বাদীর বসত বাড়ীতে টিভি দেখার সময় বিবাদী তার ঘড়ের মধ্যে প্রবেশ করে বাদীর পরোনের কাপড় চোপড় টানা হেচড়া করে শরীরের স্পর্ষকাতর স্থানে হাত দিয়ে বিবাদীর পরোনের লুঙ্গি খুলিয়া যৌন কামনা পূরন করার চেষ্টা করে। এ সময় ভিকটিমের ডাক চিৎকার করিলে আসামী পালিয়ে যায়।
বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান আকন্দ বলেন, অভিযুক্ত লাল মিয়া কিছুদিন আগে এক নারীকে উত্যক্ত করার দায়ে গ্রেপ্তার হয়ে জেল খেটেছে। সম্প্রতি ছাড়া পেয়ে এসে আবারো একই ঘটনা ঘটিয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন, আশ্রয়ন প্রকল্পে ধর্ষণ চেষ্টার ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অভিযোগ দায়ের করার পর রাতেই মামলা নথিভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল) ফারজানা ইয়াছমিন বলেন- ১১ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেফতার করে সিএস দাখিলের মাধ্যমে গাজীপুর আদালতে প্রেরণ করে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।-

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি: 





















