বিভিন্ন বিভাগ এবং ইন্সটিটিউটের শিক্ষার্থীদের টিকা গ্রহণ ও এনআইডির তথ্য চেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এ তথ্য বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার আব্দুস সালাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় খোলার লক্ষ্যে বিভাগ/ ইন্সটিটিউটের শিক্ষার্থীদের কোডিট-১৯ টিকা গ্রহণ ও এনআইডি সংক্রান্ত তথ্য সংগ্রহ খুবই জরুরি। এ লক্ষ্যে বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীদের তথ্য (https://sites.ru.ac.bd/vaccinestatus/login.php) লিংকের মাধ্যমে স্ব স্ব শিক্ষার্থীর আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ৫ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে জমা করতে বলা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিভাগ এবং ইন্সটিটিউটকে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এছাড়াও স্ব স্ব বিভাগ/ ইন্সটিটিউটের শিক্ষার্থীদের তালিকা বিভাগ কর্তৃক এক্সেল বা এমএস ওয়ার্ড ফাইলে ইংরেজিতে পাঠানোর জন্য বলা হলো। পাঠানোর শেষ সময় আগামী ৩ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে ই-মেইলের (ict_director@ru.ac.bd) মাধ্যমে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, হার্ড কপি পাঠানোর কোনো প্রয়োজন নেই।

নিজস্ব প্রতিবেদক: 





















