জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ নয় নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে যাত্রাবাড়ী থানার কাজলায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় কাজলা ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে কয়েক হাজার নেতাকর্মী একটি মিছিল নিয়ে যাত্রাবাড়ী টোল প্লাজার সামনে এসে জড়ো হয়। এ সময় রাস্তায় অসংখ্য যানবাহনের ভিড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের তৈরি হয়।

বিক্ষোভ সমাবেশে নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সমাবেশ শেষ করে দ্রুত চলে যান।
গতকাল সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটকদের মধ্যে রয়েছেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করতে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে একটি বাসা থেকে তাদের ৯ জনকে আটক করে ভাটারা থানা পুলিশ।
এদিকে, জামায়াতে ইসলামের এক বিবৃতিতে জানায়, জামায়াতের নিয়মিত কাজের অংশ হিসেবে জামায়াতের সেক্রেটারি জেনারেলের সভাপতিত্বে এক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠক থেকে জামায়াতের ৭ জন কেন্দ্রীয় নেতাসহ ১০ জনকে আটক করা হয়েছে।-ভোরের কাগজ

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 





















