বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তথ্য দিচ্ছেনা রাবি শিক্ষার্থীরা, এখনো তালিকা যায়নি ইউজিসিতে

বিশ্ববিদ্যালয়ের নিজ ব্যবস্থাপনায় ও সিদ্ধান্তে খুলে দেয়ার লক্ষ্যে বর্তমান সকল শিক্ষার্থীর ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। কয়েক দফা মেয়াদ বাড়ানোর পরও অর্ধেক শিক্ষার্থী আগ্রহ দেখায়নি।

সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আজ পুরো তালিকা পাঠানোর কথা থাকলেও তা পাঠানো সম্ভব হয়নি। আজ মঙ্গলবার ৭সেপ্টেম্বর বিষয়টি জানিয়েছেন আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর ড. বাবুল ইসলাম।

এদিকে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টার থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট ২৯ হাজারের কিছু শিক্ষার্থী রয়েছে যার মধ্যে জরিপে অংশগ্রহণ করেছেন প্রায় সাড়ে ১৩ হাজার শিক্ষার্থী। এদের মধ্যে ৯শত শিক্ষার্থী টিকা পাননি।

প্রফেসর বাবুল ইসলাম বলেন, সময় বাড়িয়েও শিক্ষার্থীদের তথ্য পাইনি। এদিকে ইউজিসির কাছে তথ্য জমা দেয়ার কথা থাকলেও এতো কম শিক্ষার্থীদের তথ্য কিভাবে দেবো।

তিনি আরো জানান, জরিপে শিক্ষার্থীদের মাঝে ২৪ থেকে ২৫ হাজার শিক্ষার্থীর তথ্য থাকতে হবে। যেহেতু আমরা পুরো তথ্য পাইনি, এখন ইউজিসির কাছে সেটা জানাতে হবে।

এর আগে গত ২৯ ও ৩০ আগস্ট থেকে শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীদের টিকা গ্রহণের তথ্য নিতে অনলাইন জরিপ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত তালিকা প্রস্তুতির সময় থাকলেও অর্ধেকেরও বেশি শিক্ষার্থী তথ্য না দেয়ায় গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।

শেষ পর্যন্ত ৯দিনে বিশ্ববিদ্যালয়ের ২৯ হাজার শিক্ষার্থীর মধ্যে তথ্য দিয়েছে প্রায় ১৩ হাজার জন। জরিপে অংশগ্রহণ করেননি প্রায় ১৫ হাজার শিক্ষার্থী।-ক্যাম্পাসলাইভ২৪.কম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

তথ্য দিচ্ছেনা রাবি শিক্ষার্থীরা, এখনো তালিকা যায়নি ইউজিসিতে

প্রকাশিত সময় : ০৯:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১

বিশ্ববিদ্যালয়ের নিজ ব্যবস্থাপনায় ও সিদ্ধান্তে খুলে দেয়ার লক্ষ্যে বর্তমান সকল শিক্ষার্থীর ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। কয়েক দফা মেয়াদ বাড়ানোর পরও অর্ধেক শিক্ষার্থী আগ্রহ দেখায়নি।

সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আজ পুরো তালিকা পাঠানোর কথা থাকলেও তা পাঠানো সম্ভব হয়নি। আজ মঙ্গলবার ৭সেপ্টেম্বর বিষয়টি জানিয়েছেন আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর ড. বাবুল ইসলাম।

এদিকে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টার থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট ২৯ হাজারের কিছু শিক্ষার্থী রয়েছে যার মধ্যে জরিপে অংশগ্রহণ করেছেন প্রায় সাড়ে ১৩ হাজার শিক্ষার্থী। এদের মধ্যে ৯শত শিক্ষার্থী টিকা পাননি।

প্রফেসর বাবুল ইসলাম বলেন, সময় বাড়িয়েও শিক্ষার্থীদের তথ্য পাইনি। এদিকে ইউজিসির কাছে তথ্য জমা দেয়ার কথা থাকলেও এতো কম শিক্ষার্থীদের তথ্য কিভাবে দেবো।

তিনি আরো জানান, জরিপে শিক্ষার্থীদের মাঝে ২৪ থেকে ২৫ হাজার শিক্ষার্থীর তথ্য থাকতে হবে। যেহেতু আমরা পুরো তথ্য পাইনি, এখন ইউজিসির কাছে সেটা জানাতে হবে।

এর আগে গত ২৯ ও ৩০ আগস্ট থেকে শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীদের টিকা গ্রহণের তথ্য নিতে অনলাইন জরিপ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত তালিকা প্রস্তুতির সময় থাকলেও অর্ধেকেরও বেশি শিক্ষার্থী তথ্য না দেয়ায় গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।

শেষ পর্যন্ত ৯দিনে বিশ্ববিদ্যালয়ের ২৯ হাজার শিক্ষার্থীর মধ্যে তথ্য দিয়েছে প্রায় ১৩ হাজার জন। জরিপে অংশগ্রহণ করেননি প্রায় ১৫ হাজার শিক্ষার্থী।-ক্যাম্পাসলাইভ২৪.কম