মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা অটোতে ট্রাকের ধাক্কা, নিহত ৩

কুমিল্লার ময়নামতিতে ট্রাকের ধাক্কায় অটোচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে।

শনিবার ভোর ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ময়নামতির কালাকচুয়া এলাকার অটোচালক ইসমাইল হোসেন ও যাত্রী মৌলভীবাজারের জুরির আবদুল আহাদ।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, অটোরিকশাটি রাস্তার পাশের একটি আসবাবপত্রের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় সিলেট থেকে আসা পাথরবোঝাই ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোচালক ও যাত্রীরা ছিটকে পড়লে একজনকে চাপা দিয়ে ট্রাকটিও উল্টে আসবাবপত্রের দোকানে পড়ে। পরে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় দোকানটি। এরপর ট্রাকচালক ও হেলপারকে আটকে রেখে পুলিশে খবর দেন আশপাশের লোকজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

দাঁড়িয়ে থাকা অটোতে ট্রাকের ধাক্কা, নিহত ৩

প্রকাশিত সময় : ১১:৫৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১

কুমিল্লার ময়নামতিতে ট্রাকের ধাক্কায় অটোচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে।

শনিবার ভোর ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ময়নামতির কালাকচুয়া এলাকার অটোচালক ইসমাইল হোসেন ও যাত্রী মৌলভীবাজারের জুরির আবদুল আহাদ।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, অটোরিকশাটি রাস্তার পাশের একটি আসবাবপত্রের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় সিলেট থেকে আসা পাথরবোঝাই ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোচালক ও যাত্রীরা ছিটকে পড়লে একজনকে চাপা দিয়ে ট্রাকটিও উল্টে আসবাবপত্রের দোকানে পড়ে। পরে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় দোকানটি। এরপর ট্রাকচালক ও হেলপারকে আটকে রেখে পুলিশে খবর দেন আশপাশের লোকজন।