শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র পূর্ণাঙ্গ।

ঘোষণা করা হয়েছে। বুধবার ১৩১ সদস্যবিশিষ্ট কমিটির তালিকাটি প্রকাশ করা হয়। সংগঠনটির সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মশিউর রহমান দীপ্ত এবং কোষাধ্যক্ষ তানভীর আহমেদ পিয়াস স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ১২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৮ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন ২২ জন। এছাড়া বিভিন্ন দপ্তরের সম্পাদক, উপ-সম্পাদক এবং কার্যকরি সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন আরও ৭৯ জন। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

জননন্দিত এই মেয়র এক শুভেচ্ছা বার্তায় জানান, উচ্চশিক্ষায় দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত ‘ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকলকে জানাই আমার অভিনন্দন বার্তা এবং স্নেহাশীষ। মেয়র টিটু আরও বলেন, “তরুণ শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত এই সংগঠনটির যোগ্য সদস্যগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।

কমিটির সভাপতি, আমার স্নেহের দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান দীপ্ত-কে বিশেষভাবে ধন্যবাদ জানাই ময়মনসিংহ জেলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ করে এগিয়ে চলা সংগঠনটির সুযোগ্য নেতৃত্ব প্রদান করায়। সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তিনি বলেন, আশা করি, সামনের দিনগুলোতেও ময়মনসিংহ জেলার তরুণ শিক্ষার্থীদের সহায়তায় এবং পথ প্রদর্শনে দৃঢ় ভূমিকা রাখবে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ইনশাআল্লাহ, সংগঠনটির এগিয়ে চলার ক্ষেত্রে সব ধরণের সহযোগিতা অব্যাহত রাখতে সচেষ্ট থাকবো।

কমিটি পূর্ণাঙ্গ করার পর সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ইতোপূর্বে জেলা সমিতিতে নানাভাবে অবদান রেখে চলা সদস্যদের দিয়েই কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে সর্বজন স্বীকৃত। আশা করি কমিটি পূর্ণাঙ্গ করণের মাধ্যমে নতুন উদ্যমে পথচলা শুরু হবে আমাদের।

পূর্ণাঙ্গ হওয়া নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া তামান্না ইসরাত মীম বলেন, পরিচিত প্রিয় মানুষগুলোর সঙ্গে একই কমিটিতে থাকতে পেরে ভালো লাগছে। সাংগঠনিকভাবে আমাদের সবাইকে বিশেষায়িত দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। তবে সার্বিকভাবে একে অন্যকে সহযোগিতা করার মাধ্যমে সংগঠনের সব কাজ সুষ্ঠুভাবে পালনের চেষ্টা থাকবে।

কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রামীমা তাসনিম কুন্তলা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি অন্যতম বৃহৎ একটি সংগঠন। কমিটিতে আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে, তা সুষ্ঠুভাবে পালনের চেষ্টা থাকবে। পাশাপাশি সংগঠনের বৃহৎ উদ্দেশ্য বাস্তবায়নে সবসময়ই সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৪ তম আবর্তনের শিক্ষার্থী মো. দেলোয়ার হোসেনকে সভাপতি এবং একই আবর্তনের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান দীপ্ত-কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করে জাবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জাবিতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত সময় : ০৯:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র পূর্ণাঙ্গ।

ঘোষণা করা হয়েছে। বুধবার ১৩১ সদস্যবিশিষ্ট কমিটির তালিকাটি প্রকাশ করা হয়। সংগঠনটির সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মশিউর রহমান দীপ্ত এবং কোষাধ্যক্ষ তানভীর আহমেদ পিয়াস স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ১২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৮ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন ২২ জন। এছাড়া বিভিন্ন দপ্তরের সম্পাদক, উপ-সম্পাদক এবং কার্যকরি সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন আরও ৭৯ জন। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

জননন্দিত এই মেয়র এক শুভেচ্ছা বার্তায় জানান, উচ্চশিক্ষায় দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত ‘ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকলকে জানাই আমার অভিনন্দন বার্তা এবং স্নেহাশীষ। মেয়র টিটু আরও বলেন, “তরুণ শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত এই সংগঠনটির যোগ্য সদস্যগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।

কমিটির সভাপতি, আমার স্নেহের দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান দীপ্ত-কে বিশেষভাবে ধন্যবাদ জানাই ময়মনসিংহ জেলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ করে এগিয়ে চলা সংগঠনটির সুযোগ্য নেতৃত্ব প্রদান করায়। সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তিনি বলেন, আশা করি, সামনের দিনগুলোতেও ময়মনসিংহ জেলার তরুণ শিক্ষার্থীদের সহায়তায় এবং পথ প্রদর্শনে দৃঢ় ভূমিকা রাখবে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ইনশাআল্লাহ, সংগঠনটির এগিয়ে চলার ক্ষেত্রে সব ধরণের সহযোগিতা অব্যাহত রাখতে সচেষ্ট থাকবো।

কমিটি পূর্ণাঙ্গ করার পর সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ইতোপূর্বে জেলা সমিতিতে নানাভাবে অবদান রেখে চলা সদস্যদের দিয়েই কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে সর্বজন স্বীকৃত। আশা করি কমিটি পূর্ণাঙ্গ করণের মাধ্যমে নতুন উদ্যমে পথচলা শুরু হবে আমাদের।

পূর্ণাঙ্গ হওয়া নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া তামান্না ইসরাত মীম বলেন, পরিচিত প্রিয় মানুষগুলোর সঙ্গে একই কমিটিতে থাকতে পেরে ভালো লাগছে। সাংগঠনিকভাবে আমাদের সবাইকে বিশেষায়িত দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। তবে সার্বিকভাবে একে অন্যকে সহযোগিতা করার মাধ্যমে সংগঠনের সব কাজ সুষ্ঠুভাবে পালনের চেষ্টা থাকবে।

কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রামীমা তাসনিম কুন্তলা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি অন্যতম বৃহৎ একটি সংগঠন। কমিটিতে আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে, তা সুষ্ঠুভাবে পালনের চেষ্টা থাকবে। পাশাপাশি সংগঠনের বৃহৎ উদ্দেশ্য বাস্তবায়নে সবসময়ই সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৪ তম আবর্তনের শিক্ষার্থী মো. দেলোয়ার হোসেনকে সভাপতি এবং একই আবর্তনের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান দীপ্ত-কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করে জাবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি।