রাজশাহীর দুর্গাপুরে বজ্রপাতে জালেক আলী (৪০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার নওপাড়া ইউপির শ্যামপুর গ্রামের মালেকের ছেলে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে আংরার বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এ মৃত্যু হয় ।
স্থানীয়রা জানান, দুপুরে আংরার বিলে মকছেদ নামে এক ব্যক্তির পুকুরে জাল নিয়ে নিহত জালেক আলী সহ ১০ থেকে ১২ জন জেলে মাছ ধরতে যায়। পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময়ে হঠাৎ আকাশে বিকট শব্দে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দুর্গাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি শুভ দেবনাথ ও স্থানীয় চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামকে সাথে নিয়ে নগদ ২০ হাজার টাকা নিহত পরিবারের মাঝে অর্থিক সহায়তা প্রদান করেন।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 

























