শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভর্তি পরীক্ষার আগে খুলছে না রাবির হল

স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আগে আবাসিক হল খুলে দেওয়া যাচ্ছে না বলে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। রোববার বেলা ১২ টায় সাংবাদিকদের এ কথা জানান তিনি। হল না খোলার বিষয়ে জানতে চাইলে উপাচার্য জানান,আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে হল খুলে দেওয়ার। কিন্তু শিক্ষার্থীরা হল ক্যাম্পাস খুলে দেওয়া জন্য যতটা আগ্রহ দেখাচ্ছে টিকা নেওয়ায় ব্যাপারে তেমনটা করছে না। সরকার যেহেতু আমাদের একটা তারিখ নির্ধারণ করে দিয়েছে সেটার আগে শিক্ষার্থীরা টিকার জন্য নিবন্ধন করুক। আমরা জানতে পেরেছি ৫০% এর মত শিক্ষার্থী টিকা নিয়েছে। ৭০-৮০% টিকা না নেওয়া হলে আমরা হল ক্যাম্পাস খুলতে পারছি না। কবে নাগাদ হল ক্যাম্পাস খোলা হবে জানতে চাইলে তিনি আরও জানান, ৩০ সেপ্টেম্বর আমাদের একাডেমিক কাউন্সিলের মিটিং আছে সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার উপকমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ থেকে ৬ অক্টোবর রাবিতে প্রথম বর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিপুল সংখ্যক ভর্তি পরীক্ষার্থী ও অবিভাবকদের থাকা খাওয়া নিয়ে রয়েছে সংশয়।

এর আগে তীব্র আবাসন সংকট ও ভর্তি পরীক্ষা উপলক্ষে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে রাবির সাধারণ শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এক সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাক্ষাৎ করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ক্যাম্পাস খোলার দাবিতে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভর্তি পরীক্ষার আগে খুলছে না রাবির হল

প্রকাশিত সময় : ১০:২৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১

স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আগে আবাসিক হল খুলে দেওয়া যাচ্ছে না বলে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। রোববার বেলা ১২ টায় সাংবাদিকদের এ কথা জানান তিনি। হল না খোলার বিষয়ে জানতে চাইলে উপাচার্য জানান,আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে হল খুলে দেওয়ার। কিন্তু শিক্ষার্থীরা হল ক্যাম্পাস খুলে দেওয়া জন্য যতটা আগ্রহ দেখাচ্ছে টিকা নেওয়ায় ব্যাপারে তেমনটা করছে না। সরকার যেহেতু আমাদের একটা তারিখ নির্ধারণ করে দিয়েছে সেটার আগে শিক্ষার্থীরা টিকার জন্য নিবন্ধন করুক। আমরা জানতে পেরেছি ৫০% এর মত শিক্ষার্থী টিকা নিয়েছে। ৭০-৮০% টিকা না নেওয়া হলে আমরা হল ক্যাম্পাস খুলতে পারছি না। কবে নাগাদ হল ক্যাম্পাস খোলা হবে জানতে চাইলে তিনি আরও জানান, ৩০ সেপ্টেম্বর আমাদের একাডেমিক কাউন্সিলের মিটিং আছে সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার উপকমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ থেকে ৬ অক্টোবর রাবিতে প্রথম বর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিপুল সংখ্যক ভর্তি পরীক্ষার্থী ও অবিভাবকদের থাকা খাওয়া নিয়ে রয়েছে সংশয়।

এর আগে তীব্র আবাসন সংকট ও ভর্তি পরীক্ষা উপলক্ষে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে রাবির সাধারণ শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এক সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাক্ষাৎ করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ক্যাম্পাস খোলার দাবিতে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।