কুষ্টিয়া শহরে নিজ বাড়ি থেকে মায়ের ঝুলন্ত ও বিছানা থেকে শিশুপুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টায় ২নং পৌর ওয়ার্ড চর থানাপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) সাব্বিরুল আলম।
মৃতরা হলেন- আকলিমা খাতুন (৩২) ও তার ৯ মাস বয়সী ছেলে জ্বীম। আকলিমা কুষ্টিয়া শহরের চর থানাপাড়া এলাকার বাসিন্দা মাজেদ মোল্লার মেয়ে ও একই এলাকার অটোরিকশা চালক রতনের স্ত্রী। তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার ভোরের কোনো এক সময় বাড়ির সবার অজান্তেই শিশুটিকে হত্যা করেন মা। তারপর ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা তাদের।
স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিকটস্থ প্রতিবেশী রেহেনা খাতুন বলেন, মৃত আকলিমার সংসারে সীমাহীন অভাব-অনটনে দুধের বাচ্চাটাকে ঠিকমতো খাবার দিতে পারেনি, বেশ কিছুদিন ধরে শিশুটি অসুস্থও ছিল, ঠিকমতো ডাক্তার দেখানো বা ওষুধ কিনে দিতে পারেনি।
‘মানসিকভাবে চরম বিধ্বস্ত অবস্থায় দিন কাটছিল । এ কারণে ঠিকমতো স্বাভাবিকভাবে সবার সঙ্গে কথাবার্তাও বলত না।
আমাদের ধারণা, প্রথমে শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে আকলিমা নিজে আত্মহত্যা করে।’

নিজস্ব প্রতিবেদক: 

























