রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেক রুইলুই পাড়া থেকে ফেরার পথে হাউজ পাড়া ডাবআদাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-০৪৪৫) পাহাড়ের ২০০ ফুট নিচে গভীর খাদে পড়ে মাইক্রবাস আরোহী ১২ পর্যটক গুরুতর আহত হয়।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। আহত পর্যটকের মধ্যে ৬ মাসের অন্তঃসত্ত্বা এক নারীও রয়েছে। তারা সবাই রাজশাহী শহরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। সাজেক থানার ভার্প্রাপ্ত কর্মকর্তা নুরুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 

























