শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত গেলো নৌবাহিনীর যুদ্ধজাহাজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে তিনদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ ভারতের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাহাজটি চট্টগ্রাম নৌঘাঁটি ত্যাগ করে।

এ সময় নৌবাহিনীর ঐতিহ্য অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানান। এতে কমাণ্ডার ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন।

নৌবাহিনী জানায়, ভারতে অবস্থানকালে জাহাজটির উদ্যোগে আগামী ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশটির বিশাখাপত্তম নেভাল অডিটরিয়ামে বিশেষ প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্র প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং মহান মুক্তিযুদ্ধে ভারতের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরা হবে। এর মাধ্যমে দেশটির জনগণ ও নৌসদস্যরা বঙ্গবন্ধু ও ভারতের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে ধারণা লাভ করতে সক্ষম হবে।

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেনের নেতৃত্বে ৩২ জন কর্মকর্তা এবং ৪০ জন মিডশিপম্যানসহ ২২৮ জন নৌ-সদস্য শুভেচ্ছা সফরে অংশগ্রহণ করছেন। সফর শেষে আগামী ১০ অক্টোবর জাহাজটি বাংলাদেশে ফেরার কথা রয়েছে।একুশে টেলিভিশন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভারত গেলো নৌবাহিনীর যুদ্ধজাহাজ

প্রকাশিত সময় : ১০:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে তিনদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ ভারতের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাহাজটি চট্টগ্রাম নৌঘাঁটি ত্যাগ করে।

এ সময় নৌবাহিনীর ঐতিহ্য অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানান। এতে কমাণ্ডার ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন।

নৌবাহিনী জানায়, ভারতে অবস্থানকালে জাহাজটির উদ্যোগে আগামী ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশটির বিশাখাপত্তম নেভাল অডিটরিয়ামে বিশেষ প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্র প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং মহান মুক্তিযুদ্ধে ভারতের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরা হবে। এর মাধ্যমে দেশটির জনগণ ও নৌসদস্যরা বঙ্গবন্ধু ও ভারতের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে ধারণা লাভ করতে সক্ষম হবে।

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেনের নেতৃত্বে ৩২ জন কর্মকর্তা এবং ৪০ জন মিডশিপম্যানসহ ২২৮ জন নৌ-সদস্য শুভেচ্ছা সফরে অংশগ্রহণ করছেন। সফর শেষে আগামী ১০ অক্টোবর জাহাজটি বাংলাদেশে ফেরার কথা রয়েছে।একুশে টেলিভিশন