করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত ৪৭ লাখ ৯৬ হাজার ১৩৪ মানুষ মারা গেছেন । একই সঙ্গে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ৪৫ লাখ ছাড়িয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টায় পরিসংখ্যান-ভিত্তিক আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় এখন মোট আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৪৫ লাখ ১৪ হাজার ১৩০ জন। এর মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ১৩ লাখ ৯ হাজার ২৯৪ জন।
এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৪৩ লাখ ৮ হাজার ৪০৮ জন। এর মধ্যে মারা গেছেন ৭ লাখ ১৬ হাজার ৬৩৬ জন। দেশটিতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ৬ হাজার ২৪৩ জন।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৪৮৮ জনের। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৩৭২ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৩৫ হাজার ৫২৪ জন।
তালিকার তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা ২ কোটি ১৪ লাখ ২৭ হাজার ৭৩ জন। এর মধ্যে ৫ লাখ ৯৬ হাজার ৮০০ জন মারা গেছেন। আর সেরে উঠেছেন ২ কোটি ৪ লাখ ২৫ হাজার ১৩৯ জন।
তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ বিডি ডটকম 
























