স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ঢাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চার স্তরের নিরাপত্তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।
করোনা সংক্রমণ ঠেকাতে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার হলে শিক্ষার্থীদের ঢোকানো হয়। এদিকে ঢাকার সাথে একই সময়ে বেলা ১১টায় ক ইউনিটের এমসিকিউ ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। যা শেষ হয় বেলা সাড়ে বারটায় । ১৪ হাজার ৩’শ ৪৬ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিতির তেমন কোনো নজির দেখা যায়নি।
বেলা ১১টার কিছু পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ উর্ধতন কর্তৃপক্ষ পরিদর্শন করেন। বের হয়ে এসে উপাচার্য সন্তোষ প্রকাশ করে জানান, নির্বিঘ্নে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন।
এদিকে আগামী শনিবার রাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের পরীক্ষা। এরপর শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ৯ই অক্টোবর চ ইউনিট,২২শে অক্টোবর গ ও ২৩শে অক্টোবর ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক: 























