রাজধানীর তেজগাঁওয়ে বিস্ফোরণে আগুনের ঘটনায় দগ্ধ জিতু হাসান(২৮) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় তার।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অত্র ইনষ্টিটিউটে আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল তিনি বলেন, তার শরীরে ৬৪ শতাংশ পড়ে গিয়েছিলো। শনিবার ভোররাতে আইসিইউর ১০ নম্বর বেডে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ইয়াসিন তালুকদার।
মৃত জিতু হাসান পাবনা জেলার আতাইকুলা উপজেলার গঙ্গারামপুর উপজেলার মালেশিয়া প্রবাসী আহসাদুল্লাহর ছেলে। দুই ভাই তিন বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।সে ঢাকা কলেজ থেকে লেখাপড়া শেষ করে শেষে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
এর আগে রাজধানীর তেজগাঁও থানার পূর্ব তেজতুরিবাজার এলাকার শুক্রবার রাতে একটি বাসার তিনতলায় বিস্ফোরণে এই দুই শিক্ষার্থী দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায় পুলিশ।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 

























