শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের উত্তরপ্রদেশে মন্ত্রীর সফর ঘিরে সংঘর্ষে নিহত ৮

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্যের উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে সফরকে কেন্দ্র করে সংঘর্ষে আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভারতে কৃষকদের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা পক্ষ থেকে বলা হয়, কেন্দ্রীয় মন্ত্রীর একটি গাড়ি বিক্ষোভরত কৃষকদের ওপর দিয়ে চালিয়ে সেখান থেকে পালিয়ে গেছেন। তারা জানায়, ওই গাড়িতে অজয় মিশ্রের ছেলে এবং অন্য আত্মীয়রা ছিলেন।

লখিমপুর খেরির অতিরিক্ত পুলিশ সুপার অরুণ কুমার সিং জানান, মন্ত্রীর সফরকে কেন্দ্র করে রোববার চার কৃষকসহ আটজন নিহত হয়েছেন।

ভারতে কৃষকদের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা এক টুইটে জানায়, ‘উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সময় মন্ত্রীদের গাড়িবহরের পাশে দাঁড়িয়ে থাকা কৃষকদের ওপর গাড়ি চালানো হয়েছে। এতে ২ জন কৃষক মারা গেছেন এবং ৮ জন কৃষক গুরুতর আহত হয়েছেন।’

লখিমপুর খেরির জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ললিত কুমার জানান, হাসপাতালে নেওয়ার পর আহত ২ জন মারা গেছেন এবং এক জন গুরুতর আহত হয়েছে।

ওই এলাকা থেকে ধারণ করা কয়েকটি ভিডিওতে দেখা গেছে, সেখানে কয়েকটি গাড়িতে আগুন লাগানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় কৃষক সংগঠনগুলো ভারতজুড়ে সব কৃষক সংগঠনকে সোমবার দুপুর ১টার মধ্যে সবকয়টি জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে।

কৃষক নেতা রাকেশ টিকাইত এবং পাঞ্জাব ও হরিয়ানার কৃষক নেতারা ইতোমধ্যে উত্তরপ্রদেশের উদ্দেশে রওনা হয়েছেন।

খবর: এনডিটিভি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভারতের উত্তরপ্রদেশে মন্ত্রীর সফর ঘিরে সংঘর্ষে নিহত ৮

প্রকাশিত সময় : ০৭:০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্যের উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে সফরকে কেন্দ্র করে সংঘর্ষে আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভারতে কৃষকদের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা পক্ষ থেকে বলা হয়, কেন্দ্রীয় মন্ত্রীর একটি গাড়ি বিক্ষোভরত কৃষকদের ওপর দিয়ে চালিয়ে সেখান থেকে পালিয়ে গেছেন। তারা জানায়, ওই গাড়িতে অজয় মিশ্রের ছেলে এবং অন্য আত্মীয়রা ছিলেন।

লখিমপুর খেরির অতিরিক্ত পুলিশ সুপার অরুণ কুমার সিং জানান, মন্ত্রীর সফরকে কেন্দ্র করে রোববার চার কৃষকসহ আটজন নিহত হয়েছেন।

ভারতে কৃষকদের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা এক টুইটে জানায়, ‘উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সময় মন্ত্রীদের গাড়িবহরের পাশে দাঁড়িয়ে থাকা কৃষকদের ওপর গাড়ি চালানো হয়েছে। এতে ২ জন কৃষক মারা গেছেন এবং ৮ জন কৃষক গুরুতর আহত হয়েছেন।’

লখিমপুর খেরির জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ললিত কুমার জানান, হাসপাতালে নেওয়ার পর আহত ২ জন মারা গেছেন এবং এক জন গুরুতর আহত হয়েছে।

ওই এলাকা থেকে ধারণ করা কয়েকটি ভিডিওতে দেখা গেছে, সেখানে কয়েকটি গাড়িতে আগুন লাগানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় কৃষক সংগঠনগুলো ভারতজুড়ে সব কৃষক সংগঠনকে সোমবার দুপুর ১টার মধ্যে সবকয়টি জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে।

কৃষক নেতা রাকেশ টিকাইত এবং পাঞ্জাব ও হরিয়ানার কৃষক নেতারা ইতোমধ্যে উত্তরপ্রদেশের উদ্দেশে রওনা হয়েছেন।

খবর: এনডিটিভি।