মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ভবন থেকে পড়ে ২ জনের মৃত্যু

রাজধানীর রামপুরা ও লালবাগে পৃথক দুটি ভবন থেকে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- শাকিল আহমেদ (২২) ও নাসির উদ্দিন বাদল (৬৮)।

মঙ্গলবার সকালে দুর্ঘটনাগুলো ঘটে। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া সহকর্মী রশিদুল ইসলাম জানান, তারা ৮-৯ মাস ধরে রামপুরা উলন রোডের একটি নির্মাণাধীন আটতলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন। সকালে তারা ভবনটির বাইরের দিকের বাঁশের মাচান খুলছিলেন। এ সময় শাকিল ভবনটির দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢামেক হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
শাকিল কমলাপুর এলাকাতে থাকতেন। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি সহকর্মী।
এদিকে মৃত বাদলের ছেলে নাইম জানান, তারা লালবাগ হরনাথ ঘোষ রোডের ৫৯ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় থাকেন। বাড়িটি তাদের। তার বাবা আগে চামড়ার ব্যবসা করতেন। বর্তমানে কিছুই করতেন না। গত ১০-১২ বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এজন্য তাকে বেশির ভাগ সময়ই রুমের ভেতর আটকে রাখা হতো। বিভিন্ন জায়গায় চিকিৎসাও করানো হচ্ছিল তাকে।
মৃত বাদলের স্বজনরা জানান, দরজা বন্ধ থাকায় সকালের দিকে তিনি জানালা দিয়ে বের হবার চেষ্টা করেন। সেখান থেকে তিনি ভবনটির তৃতীয় তলায় পড়ে গুরুতর আহত হন। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

রাজধানীতে ভবন থেকে পড়ে ২ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১

রাজধানীর রামপুরা ও লালবাগে পৃথক দুটি ভবন থেকে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- শাকিল আহমেদ (২২) ও নাসির উদ্দিন বাদল (৬৮)।

মঙ্গলবার সকালে দুর্ঘটনাগুলো ঘটে। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া সহকর্মী রশিদুল ইসলাম জানান, তারা ৮-৯ মাস ধরে রামপুরা উলন রোডের একটি নির্মাণাধীন আটতলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন। সকালে তারা ভবনটির বাইরের দিকের বাঁশের মাচান খুলছিলেন। এ সময় শাকিল ভবনটির দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢামেক হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
শাকিল কমলাপুর এলাকাতে থাকতেন। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি সহকর্মী।
এদিকে মৃত বাদলের ছেলে নাইম জানান, তারা লালবাগ হরনাথ ঘোষ রোডের ৫৯ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় থাকেন। বাড়িটি তাদের। তার বাবা আগে চামড়ার ব্যবসা করতেন। বর্তমানে কিছুই করতেন না। গত ১০-১২ বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এজন্য তাকে বেশির ভাগ সময়ই রুমের ভেতর আটকে রাখা হতো। বিভিন্ন জায়গায় চিকিৎসাও করানো হচ্ছিল তাকে।
মৃত বাদলের স্বজনরা জানান, দরজা বন্ধ থাকায় সকালের দিকে তিনি জানালা দিয়ে বের হবার চেষ্টা করেন। সেখান থেকে তিনি ভবনটির তৃতীয় তলায় পড়ে গুরুতর আহত হন। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।