জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানাজার আগে মরহুমের জামাতা মাহবুবুল কবির হিমেল বলেন, রবিবার ভোর ছয়টায় বিশ্ববিদ্যালয় থেকে আফসার আহমেদের মরদেহ তার নিজ গ্রামে নিয়ে যাওয়া হবে। পরে সকাল ১০টায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার উত্তর জামশা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে অধ্যাপক আফসার আহমদের লাশ দাফন করা হবে।
জানাজা শেষে অধ্যাপক আফসার আহমদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এর আগে, শনিবার দুপুর পৌনে দুইটার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে মারা যান অধ্যাপক আফসার আহমদ। বিকেলে তার লাশ বিশ্ববিদ্যালয়ে আনা হয়। বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে তার লাশের কাছে ভিড় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও তার শুভানুধ্যায়ীরা। তারা সেখানে কান্নায় ভেঙে পড়েন অনেকে।
পরে সন্ধ্যায় তার মরদেহে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, অভিনেতা শহীদুজ্জামান সেলিম প্রমুখ। এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি অধ্যাপক আফসার আহমদের সহকর্মী, সহপাঠী ও শিক্ষার্থীরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
অধ্যাপক আফসার আহমদ ১৯৫৯ সালের ৩০ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার উত্তর জামশা গ্রামে জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘মধ্যযুগের বাঙলা আখ্যান কাব্যের আলোকে বাংলাদেশের নৃগোষ্ঠী নাট্য’ শীর্ষক গবেষণা কর্মের জন্য তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন।
পরবর্তীতে রবীন্দ্রোত্তর কালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ড. সেলিম আল দীনের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক আফসার আহমদ। তিনি একাধারে কবি, নাট্যকার, অনুবাদক, গবেষক ও সাহিত্য সমালোচক ছিলেন।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 

























