মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের পাথর বোঝাই জাহাজ ডুবি পশুর নদীতে

মোংলা বন্দরের দুবলার চরে পাথর নিয়ে ডুবে গেছে ‘এমভি বিউটি লোহাগড়া-২’ নামে একটি লাইটার জাহাজ। শনিবার (৯ অক্টোবর) ভোর রাতে বন্দরের ওই এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এসময় জাহাজটিতে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

মোংলায় একদিনের ব্যবধানে দুইটি জাহাজডুবির ঘটনা ঘটল। এর আগে শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে পশুর নদীতে সার নিয়ে ‘এমভি দেশ বন্ধু’ নামে আরও একটি লাইটার জাহাজ ডুবে যায়। সেটি এখনও উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান বলেন, মোংলা বন্দরেরর বাইরে ফেয়ারওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুর পতাকাবাহী ‘এম ভি সাগর রতন’ থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশ্য যাচ্ছিল ‘এমভি বিউটি লোহাগড়া-২’ লাইটার জাহাজ। পথে ভোররাতে দুবলার চর এলাকায় তলা ফেটে ডুবতে থাকে ওই জাহাজটি। খবর পেয়ে কোস্টগার্ড দুবলা ক্যাম্পের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে ওই জাহাজে থাকা ১০ নাবিককে পরে তাদের অন্য একটি লাইটার জাহাজ ‘এম ভি দেশ দিগন্তে’ উঠিয়ে দেয় কোস্টগার্ড। উদ্ধারকৃত ওইসব নাবিকদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

ফের পাথর বোঝাই জাহাজ ডুবি পশুর নদীতে

প্রকাশিত সময় : ০৩:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
মোংলা বন্দরের দুবলার চরে পাথর নিয়ে ডুবে গেছে ‘এমভি বিউটি লোহাগড়া-২’ নামে একটি লাইটার জাহাজ। শনিবার (৯ অক্টোবর) ভোর রাতে বন্দরের ওই এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এসময় জাহাজটিতে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

মোংলায় একদিনের ব্যবধানে দুইটি জাহাজডুবির ঘটনা ঘটল। এর আগে শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে পশুর নদীতে সার নিয়ে ‘এমভি দেশ বন্ধু’ নামে আরও একটি লাইটার জাহাজ ডুবে যায়। সেটি এখনও উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান বলেন, মোংলা বন্দরেরর বাইরে ফেয়ারওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুর পতাকাবাহী ‘এম ভি সাগর রতন’ থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশ্য যাচ্ছিল ‘এমভি বিউটি লোহাগড়া-২’ লাইটার জাহাজ। পথে ভোররাতে দুবলার চর এলাকায় তলা ফেটে ডুবতে থাকে ওই জাহাজটি। খবর পেয়ে কোস্টগার্ড দুবলা ক্যাম্পের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে ওই জাহাজে থাকা ১০ নাবিককে পরে তাদের অন্য একটি লাইটার জাহাজ ‘এম ভি দেশ দিগন্তে’ উঠিয়ে দেয় কোস্টগার্ড। উদ্ধারকৃত ওইসব নাবিকদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।