রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার ঘটনা সাম্প্রদায়িক অপশক্তিরই কাজ: কাদের

কুমিল্লায় একটি পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনা ‘সাম্প্রদায়িক অপশক্তিরই কাজ’ বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ঢাকায় রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় একটি মহল।’

তিনি বলেন, ‘আমি মনে করি এই ঘৃণ্যতম কাজ, কুমিল্লায় যেটা সংঘটিত হয়েছে, সেটা সাম্প্রদায়িক অপশক্তিরই কাজ।’

সেতুমন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি এই তাণ্ডব চালাতে চেয়েছিল। পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে আজকে এত বড় উৎসবকে তারা কালিমালিপ্ত করতে চেয়েছিল। উৎসবমুখর পরিবেশকে নষ্ট করতে চেয়েছিল।’

তিনি বলেন, ‘আমরা সতর্ক রয়েছি। আমরা এখন সর্বোচ্চ সতর্ক থাকবো যাতে এই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় এমন ব্যক্তি বা গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকার বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘আপনারা গুজবে কান দেবেন না। গুজব সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এর বিরুদ্ধেও সবাইকে সতর্ক থাকতে হবে।’

কুমিল্লার একটি পূজা মণ্ডপে কোরআন অবমাননার অভিযোগে কুমিল্লা, চাঁদপুর ও মৌলভীবাজারে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। চাঁদপুরের হাজীপুরে পুলিশের গুলিতে চারজন নিহতের খবর পাওয়া গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কুমিল্লার ঘটনা সাম্প্রদায়িক অপশক্তিরই কাজ: কাদের

প্রকাশিত সময় : ০৭:১৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

কুমিল্লায় একটি পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনা ‘সাম্প্রদায়িক অপশক্তিরই কাজ’ বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ঢাকায় রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় একটি মহল।’

তিনি বলেন, ‘আমি মনে করি এই ঘৃণ্যতম কাজ, কুমিল্লায় যেটা সংঘটিত হয়েছে, সেটা সাম্প্রদায়িক অপশক্তিরই কাজ।’

সেতুমন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি এই তাণ্ডব চালাতে চেয়েছিল। পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে আজকে এত বড় উৎসবকে তারা কালিমালিপ্ত করতে চেয়েছিল। উৎসবমুখর পরিবেশকে নষ্ট করতে চেয়েছিল।’

তিনি বলেন, ‘আমরা সতর্ক রয়েছি। আমরা এখন সর্বোচ্চ সতর্ক থাকবো যাতে এই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় এমন ব্যক্তি বা গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকার বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘আপনারা গুজবে কান দেবেন না। গুজব সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এর বিরুদ্ধেও সবাইকে সতর্ক থাকতে হবে।’

কুমিল্লার একটি পূজা মণ্ডপে কোরআন অবমাননার অভিযোগে কুমিল্লা, চাঁদপুর ও মৌলভীবাজারে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। চাঁদপুরের হাজীপুরে পুলিশের গুলিতে চারজন নিহতের খবর পাওয়া গেছে।