পাকিস্তানের সেনাবাহিনীর দাবি নিজেদের জলসীমায় ভারতীয় একটি ডুবোজাহাজ শনাক্ত করে গতিপথ আটকে দিয়েছে তারা। চলতি সপ্তাহের শুরুতে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরা।
এক বিবৃতিতে বলা হয়, ২০১৬ সালের পর ভারতীয় সাবমেরিন অনুপ্রবেশের তৃতীয় ঘটনা এটি।
মঙ্গলবারের ওই বিবৃতিতে জানানো হয়, শনিবার রাতে নিজেদের জলসীমায় অনুপ্রবেশের চেষ্টাকালে ডুবোজাহাজটির গতিপথ অবরুদ্ধ করে দেয় পাকিস্তান সেনাবাহিনী।
আরও বলা হয়, বিদ্যমান নিরাপত্তাজনিত পরিস্থিতিতে পাকিস্তানের নৌবাহিনী তাদের সামুদ্রিক সীমান্ত রক্ষায় কঠোর নজরদারি রেখেছে।
পাকিস্তান নৌবাহিনী দূরপাল্লার সামুদ্রিক টহল বিমানের দ্বারা ডুবোজাহাজটি শনাক্ত করে।
তবে অভিযোগের বিষয়ে ভারত সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























