বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত ও মসজিদের ইমাম রবিউলের জবানবন্দি

রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৩৭ আসামির তিন দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ।

এদিকে এই ঘটনার অন্যতম ‘মূল হোতা’ বহিষ্কৃত কারমাইকেল কলেজ ছাত্রলীগ নেতা সৈকত মন্ডল ও মসজিদের ইমাম রবিউল ইসলামকে আদালতে তোলা হলে তারা দুইজন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। শুনানি শেষে বিচারক তাদেরকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার (২৪ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. দেলওয়ার হোসেন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা।

হিন্দুপল্লিতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় তিন দিনের রিমান্ডে থাকা ৩৭ আসামিকে বিকেলে আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুর রহমান নতুন করে রিমান্ড আবেদন না করায় শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

অন্যদিকে সৈকত মন্ডলের মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহীন জানান, সৈকত মন্ডল ও রবিউল ইসলামকে আদালতে হাজির করা হয়। তারা দুজনেই স্বেচ্ছায় ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

র‌্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সৈকত এবং হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় মসজিদের ইমাম রবিউল ইসলামকে আদালতে তোলা হলে তিনিও স্বেচ্ছায় ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা আদালতকে জানিয়েছেন।

এর আগে, পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ‘অন্যতম হোতা’ গ্রেফতার সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মন্ডল ও মসজিদের ইমাম রবিউল ইসলামকে আদালতে তোলা হয়।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান বলেন, বিকেলে সৈকত ও রবিউলকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে তোলা হয়। সেখানে এর আগে দুপুরে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় রিমান্ডে থাকা ৩৭ আসামিকে আদালতে তোলা হয়। সহিংসতার ঘটনায় মোট তিনটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এ ছাড়া বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় পৃথক মামলা হয়েছে। এই চার মামলায় এখন পর্যন্ত ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পীরগঞ্জে হিন্দুপল্লিতে সহিংসতার ঘটনায় ‘অন্যতম হোতা’ সদ্য সাবেক ছাত্রলীগ নেতা সৈকত মন্ডল ও তার সহযোগী বটেরহাট মসজিদের ইমাম রবিউল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাব। পীরগঞ্জ থানায় রোববার সকালে এই মামলা করেন র‌্যাব-১৩-এর ডিএডি আব্দুল আজিজ।

সৈকত মন্ডল কারমাইকেল কলেজের ছাত্রলীগ নেতা ছিলেন। ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ায় সম্প্রতি তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় ছাত্রলীগ। উল্লেখ্য, ১৭ অক্টোবর রাতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে পীরগঞ্জের তিনটি হিন্দুপল্লিতে অগ্নিসংযোগ, হামলা ও লুটতরাজের ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত ও মসজিদের ইমাম রবিউলের জবানবন্দি

প্রকাশিত সময় : ১০:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১

রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৩৭ আসামির তিন দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ।

এদিকে এই ঘটনার অন্যতম ‘মূল হোতা’ বহিষ্কৃত কারমাইকেল কলেজ ছাত্রলীগ নেতা সৈকত মন্ডল ও মসজিদের ইমাম রবিউল ইসলামকে আদালতে তোলা হলে তারা দুইজন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। শুনানি শেষে বিচারক তাদেরকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার (২৪ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. দেলওয়ার হোসেন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা।

হিন্দুপল্লিতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় তিন দিনের রিমান্ডে থাকা ৩৭ আসামিকে বিকেলে আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুর রহমান নতুন করে রিমান্ড আবেদন না করায় শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

অন্যদিকে সৈকত মন্ডলের মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহীন জানান, সৈকত মন্ডল ও রবিউল ইসলামকে আদালতে হাজির করা হয়। তারা দুজনেই স্বেচ্ছায় ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

র‌্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সৈকত এবং হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় মসজিদের ইমাম রবিউল ইসলামকে আদালতে তোলা হলে তিনিও স্বেচ্ছায় ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা আদালতকে জানিয়েছেন।

এর আগে, পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ‘অন্যতম হোতা’ গ্রেফতার সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মন্ডল ও মসজিদের ইমাম রবিউল ইসলামকে আদালতে তোলা হয়।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান বলেন, বিকেলে সৈকত ও রবিউলকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে তোলা হয়। সেখানে এর আগে দুপুরে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় রিমান্ডে থাকা ৩৭ আসামিকে আদালতে তোলা হয়। সহিংসতার ঘটনায় মোট তিনটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এ ছাড়া বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় পৃথক মামলা হয়েছে। এই চার মামলায় এখন পর্যন্ত ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পীরগঞ্জে হিন্দুপল্লিতে সহিংসতার ঘটনায় ‘অন্যতম হোতা’ সদ্য সাবেক ছাত্রলীগ নেতা সৈকত মন্ডল ও তার সহযোগী বটেরহাট মসজিদের ইমাম রবিউল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাব। পীরগঞ্জ থানায় রোববার সকালে এই মামলা করেন র‌্যাব-১৩-এর ডিএডি আব্দুল আজিজ।

সৈকত মন্ডল কারমাইকেল কলেজের ছাত্রলীগ নেতা ছিলেন। ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ায় সম্প্রতি তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় ছাত্রলীগ। উল্লেখ্য, ১৭ অক্টোবর রাতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে পীরগঞ্জের তিনটি হিন্দুপল্লিতে অগ্নিসংযোগ, হামলা ও লুটতরাজের ঘটনা ঘটে।