শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শাহরুখ বিজেপিতে যোগ দিলেই মাদক হয়ে যাবে চিনি!

বিজেপিতে যোগ দেননি বলেই ছেলেকে নিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে বলিউড অভিনেতা শাহরুখ খানকে-এমন মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল। ভারতের ক্ষমতাসীন দলে নাম লেখালে মুম্বাইয়ের প্রমোদতরী থেকে উদ্ধার হওয়া মাদক, যা নিয়ে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে, তা স্রেফ চিনির গুঁড়া বলে প্রতিপন্ন হবে- এমন দাবিও করেছেন তিনি। গতকাল শনিবার মুম্বাইয়ে নিজ দল মহাজোটের শরীক ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন মহারাষ্ট্রের সাবেক এই মুখ্যমন্ত্রী।

ছগন ভুজবল বলেন, ‘সম্প্রতি গুজরাটের মুন্দ্রা বন্দরে যে বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে তা নিয়ে দেশের জাতীয় মাদক নিয়ন্ত্রক ব্যুরোর কোনো চিন্তা নেই। তারা পড়ে আছে শাহরুখের ছেলের পেছনে। শাহরুখ যদি বিজেপিতে যোগ দেন, তবে ওই মাদক এখনই চিনির গুঁড়ায় পরিণত হবে।’

উল্লেখ্য, গত ২ অক্টোবর মুম্বাইয়ের একটি প্রমোদতরীতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনসিবি)। ওই পার্টিতে ছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। মাদক মামলায় ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় আরিয়ানকে। গত ৮ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে আছেন শাহরুখপুত্র। কয়েকবার তার জামিনের আবেদন করা হলেও তা খারিজ করে দেন আদালত।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শাহরুখ বিজেপিতে যোগ দিলেই মাদক হয়ে যাবে চিনি!

প্রকাশিত সময় : ০৪:৩৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১

বিজেপিতে যোগ দেননি বলেই ছেলেকে নিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে বলিউড অভিনেতা শাহরুখ খানকে-এমন মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল। ভারতের ক্ষমতাসীন দলে নাম লেখালে মুম্বাইয়ের প্রমোদতরী থেকে উদ্ধার হওয়া মাদক, যা নিয়ে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে, তা স্রেফ চিনির গুঁড়া বলে প্রতিপন্ন হবে- এমন দাবিও করেছেন তিনি। গতকাল শনিবার মুম্বাইয়ে নিজ দল মহাজোটের শরীক ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন মহারাষ্ট্রের সাবেক এই মুখ্যমন্ত্রী।

ছগন ভুজবল বলেন, ‘সম্প্রতি গুজরাটের মুন্দ্রা বন্দরে যে বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে তা নিয়ে দেশের জাতীয় মাদক নিয়ন্ত্রক ব্যুরোর কোনো চিন্তা নেই। তারা পড়ে আছে শাহরুখের ছেলের পেছনে। শাহরুখ যদি বিজেপিতে যোগ দেন, তবে ওই মাদক এখনই চিনির গুঁড়ায় পরিণত হবে।’

উল্লেখ্য, গত ২ অক্টোবর মুম্বাইয়ের একটি প্রমোদতরীতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনসিবি)। ওই পার্টিতে ছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। মাদক মামলায় ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় আরিয়ানকে। গত ৮ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে আছেন শাহরুখপুত্র। কয়েকবার তার জামিনের আবেদন করা হলেও তা খারিজ করে দেন আদালত।