দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক কাজ চলাকালে ভিজা শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সন্তানের জননীর মৃত্যু হয়েছে।
২৫ অক্টোবর সোমবার বিকেল ৪টায় খানসামা উপজেলার ভেড়ভেড়ী গ্রামের আব্দুল কুদ্দুসের কন্যা ও মরিচা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল খালেকের ছেলে চাকুরিচ্যুত বিডিআর ফিরোজ শাহের বিবাহিত স্ত্রী ফারজানা আক্তার সুমি(২৩) স্বামীর বাড়ীর দক্ষিণ ঘরে উত্তর দুয়ারি বারান্দায় পানির মটরের তারে জড়িয়ে কারেন্টস্পৃষ্ট হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সুমিকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য বিগত প্রায় ৫ বছর পূর্বে সুমি ও ফিরোজের আনুষ্ঠানিক বিবাহ হয় এবং বিবাহিত জীবনে তাদের ৪ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এসআই মাহাফুজ ঘটনাস্থলে গিয়ে কারেন্টের তার ও একটি শুকনো কাঠ জব্দ করে মৃত দেহের সুরতহাল রিপোর্ট করে দিনাজপুর মর্গে প্রেরন করেন।

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ 

























