বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটে আসে ফেরিটি। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।
এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আরিচা ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মো. মুজিবুর রহমান আজকের পত্রিকাকে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এক পাশে অতিরিক্ত ওজনের কারণে ফেরিটি কাত হয়ে ডুবে গেছে। এখনও পর্যন্ত ৫টি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল শনাক্ত করা গেছে।
তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























