শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীকে সুখী দেখতে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন তিনি!

বলিউডের প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ ছবির কথা নিশ্চয়ই অনেকের মনে আছে? এই ছবিতে স্বামী অজয় দেবগন স্ত্রী ঐশ্বরিয়া রায়কে সুখী দেখতে তার প্রেমিক সালমানের সঙ্গেই স্ত্রীর বিয়ে দিতে চান। কিন্তু শেষ পর্যন্ত অবশ্য স্ত্রী তার প্রেমিকের সঙ্গে না গিয়ে স্বামীর কাছেই ফিরে আসেন।

সম্প্রতি সিনেমার মতো এমনই এক ঘটনা ঘটেছে ভারতের কানপুরে। তবে সিনেমায় অজয়ের স্ত্রী তার কাছে ফিরে আসলেও এই স্বামী নিজেদের বিয়ে উৎসর্গ করে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেন। শুক্রবার গোল চৌরাহায় এ বিয়ে সম্পন্ন হয়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাস আগে গুরুগ্রামের প্রাইভেট ফার্মে কাজ করা পঙ্কজ শর্মা বিয়ে করেন কমল নামের এক তরুণীকে।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পঙ্কজ জানান, বিয়ের পর থেকে কমল তার সঙ্গে দুরত্ব বজায় রাখতেন। এই বিয়েতে স্ত্রীকে তার সুখী মনে হয়নি। সবসময়ই মতো হতো তিনি যন্ত্রণায় আচ্ছন্ন হয়ে আছেন।

পঙ্কজ আরও জানান, কমল কারও সঙ্গে কথাও বলতেন না। পরে তিনি কমলের কাছে তার সমস্যা কি তা জানতে চান। কমল জানান তিনি পিন্টু নামের একজনকে ভালোবাসেন এবং তার সঙ্গেই থাকতে চান। কমল এটাও জানান, তিনি পিন্টু বিয়ে করতে চাইলেও পরিবারের লোকজন জোর কর তাকে পঙ্কজের সঙ্গে বিয়ে দেন। স্ত্রীর মুখে এসব কথা শ্বশুর বাড়িতে জানালে সবাই কমলকে বুঝাতে চেষ্টা করেন। কিন্তু কমল তার সিদ্ধান্তে অটল থাকেন।

পরবর্তীতে বিষয়টা পারিবারিক সহিংসতা বিরোধী সেল ও স্থানীয় আস্থা জয়তী সেন্টারে পৌঁছায়। এরপর ওই সংস্থা থেকে পঙ্কজ, তার স্ত্রী, স্ত্রীর প্রেমিক ও তার আত্মীয় স্বজনরা মিলে বিষয়টি মীমাংসার জন্য বসেন। সেখানে কমল তার প্রেমিককে বিয়ে করে তার সঙ্গেই থাকার কথা জানান।

স্ত্রীর মুখে এই কথা শুনে পঙ্কজই শেষে আগ্রহী হয়ে কমল আর পিন্টুর বিয়ের ব্যবস্থা করেন।

স্থানীয়দের ভাষায়, এমন ঘটনা তারা শুধু সিনেমাতেই দেখেছেন। পঙ্কজ যা করেছেন তা সাধারণত কেউ করে না। তার এই আত্মত্যাগের কথা সবাই মনে রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

স্ত্রীকে সুখী দেখতে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন তিনি!

প্রকাশিত সময় : ০৫:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
বলিউডের প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ ছবির কথা নিশ্চয়ই অনেকের মনে আছে? এই ছবিতে স্বামী অজয় দেবগন স্ত্রী ঐশ্বরিয়া রায়কে সুখী দেখতে তার প্রেমিক সালমানের সঙ্গেই স্ত্রীর বিয়ে দিতে চান। কিন্তু শেষ পর্যন্ত অবশ্য স্ত্রী তার প্রেমিকের সঙ্গে না গিয়ে স্বামীর কাছেই ফিরে আসেন।

সম্প্রতি সিনেমার মতো এমনই এক ঘটনা ঘটেছে ভারতের কানপুরে। তবে সিনেমায় অজয়ের স্ত্রী তার কাছে ফিরে আসলেও এই স্বামী নিজেদের বিয়ে উৎসর্গ করে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেন। শুক্রবার গোল চৌরাহায় এ বিয়ে সম্পন্ন হয়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাস আগে গুরুগ্রামের প্রাইভেট ফার্মে কাজ করা পঙ্কজ শর্মা বিয়ে করেন কমল নামের এক তরুণীকে।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পঙ্কজ জানান, বিয়ের পর থেকে কমল তার সঙ্গে দুরত্ব বজায় রাখতেন। এই বিয়েতে স্ত্রীকে তার সুখী মনে হয়নি। সবসময়ই মতো হতো তিনি যন্ত্রণায় আচ্ছন্ন হয়ে আছেন।

পঙ্কজ আরও জানান, কমল কারও সঙ্গে কথাও বলতেন না। পরে তিনি কমলের কাছে তার সমস্যা কি তা জানতে চান। কমল জানান তিনি পিন্টু নামের একজনকে ভালোবাসেন এবং তার সঙ্গেই থাকতে চান। কমল এটাও জানান, তিনি পিন্টু বিয়ে করতে চাইলেও পরিবারের লোকজন জোর কর তাকে পঙ্কজের সঙ্গে বিয়ে দেন। স্ত্রীর মুখে এসব কথা শ্বশুর বাড়িতে জানালে সবাই কমলকে বুঝাতে চেষ্টা করেন। কিন্তু কমল তার সিদ্ধান্তে অটল থাকেন।

পরবর্তীতে বিষয়টা পারিবারিক সহিংসতা বিরোধী সেল ও স্থানীয় আস্থা জয়তী সেন্টারে পৌঁছায়। এরপর ওই সংস্থা থেকে পঙ্কজ, তার স্ত্রী, স্ত্রীর প্রেমিক ও তার আত্মীয় স্বজনরা মিলে বিষয়টি মীমাংসার জন্য বসেন। সেখানে কমল তার প্রেমিককে বিয়ে করে তার সঙ্গেই থাকার কথা জানান।

স্ত্রীর মুখে এই কথা শুনে পঙ্কজই শেষে আগ্রহী হয়ে কমল আর পিন্টুর বিয়ের ব্যবস্থা করেন।

স্থানীয়দের ভাষায়, এমন ঘটনা তারা শুধু সিনেমাতেই দেখেছেন। পঙ্কজ যা করেছেন তা সাধারণত কেউ করে না। তার এই আত্মত্যাগের কথা সবাই মনে রাখবে।