মৌলভীবাজারের রাজনগরে বিআরটিসি‘র ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসী নিহত হয়েছেন। ৩১ অক্টোবর রোববার সকাল ৬টার সময় উপজেলার মুন্সিবাজারের খলাগাঁও কবরস্থান নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
রাজনগর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার রাজনগরের ব্রাহ্মনগাঁওয়ের আরব আলীর ছেলে আয়ন মিয়া (২৮) চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসেন। ৩১ অক্টোবর রোববার ভোর ৬ টার সময় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কে খলাগাঁও কবরস্থান নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি‘র একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২২-৯১০৬) সাথে সরাসরি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রাজনগর ফায়ার সার্ভিসকে খবর দিলে সকাল সোয়া ৭ টায় রাজনগর ফায়ার সার্ভিসের স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেনের নেতৃত্বে একদল ফায়ার ফাইটার ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে রাজনগর থানা পুলিশের কাছে হস্থান্তর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের ময়না তদন্ত সহ আইনি প্রক্রিয়া চলছে বলে রাজনগর থানা পুলিশ জানায়।
এব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ঘটনার দিন ভোরে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের খলাগাঁও কবরস্থান নামক স্থানে বিআরটিসি‘র ট্রাকের সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী আয়ন মিয়ার মৃত্যু হয়। লাশের ময়না তদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয় চলছে।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 

























