শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে উড়ন্ত যাদুঘর!

বিশ্বে প্রথমবারের মত ‘উড়ন্ত যাদুঘর’ চালু করতে যাচ্ছে সৌদি আরব। বৃহস্পতিবারই চালু হচ্ছে যাদুঘরটি।

দেশটির গণমাধ্যমে জানানো হয়, রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে উড়োজাহাজে ভ্রমণের মাধ্যমে দর্শনার্থীরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি দেখবেন।

এতে আরও জানা যায়, প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আবিষ্কৃত নিদর্শনগুলোর রেপ্লিকাও প্রদর্শন করবে জাদুঘরটি।

জাদুঘরটি রয়্যাল কমিশন ফর আলউলা ও সৌদির রাষ্ট্রীয় পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের সহযোগিতামূলক একটি প্রকল্প বলেও জানা যায় প্রতিবেদনে।

সৌদি প্রেস এজেন্সি জানায়, জাদুঘর পরিদর্শনের জন্য উড়োজাহাজে ওঠা যাত্রীরা ‘আর্কিটেক্টস অব অ্যানসিয়েন্ট অ্যারাবিয়া’ নামের ডিসকভারি চ্যানেলের তথ্যচিত্রও দেখতে পারবেন, যেটি এই বছরই মুক্তি পেয়েছে।

সৌদিয়া এয়ারলাইনসের কর্পোরেট কমিউনিকেশনসের ভাইস প্রেসিডেন্ট খালেদ তাশ জানান, জাদুঘরটি তাদের সঙ্গে রয়্যাল কমিশনের ধারাবাহিক সহোযোগী কাজেরই একটি অংশ। এর লক্ষ্য আলউলার সমৃদ্ধশালী ঐতিহ্য তুলে ধরা পাশাপাশি আলউলাকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বব্যাপী প্রচার করা।
সূত্র : আরব নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সৌদি আরবে উড়ন্ত যাদুঘর!

প্রকাশিত সময় : ০৬:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

বিশ্বে প্রথমবারের মত ‘উড়ন্ত যাদুঘর’ চালু করতে যাচ্ছে সৌদি আরব। বৃহস্পতিবারই চালু হচ্ছে যাদুঘরটি।

দেশটির গণমাধ্যমে জানানো হয়, রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে উড়োজাহাজে ভ্রমণের মাধ্যমে দর্শনার্থীরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি দেখবেন।

এতে আরও জানা যায়, প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আবিষ্কৃত নিদর্শনগুলোর রেপ্লিকাও প্রদর্শন করবে জাদুঘরটি।

জাদুঘরটি রয়্যাল কমিশন ফর আলউলা ও সৌদির রাষ্ট্রীয় পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের সহযোগিতামূলক একটি প্রকল্প বলেও জানা যায় প্রতিবেদনে।

সৌদি প্রেস এজেন্সি জানায়, জাদুঘর পরিদর্শনের জন্য উড়োজাহাজে ওঠা যাত্রীরা ‘আর্কিটেক্টস অব অ্যানসিয়েন্ট অ্যারাবিয়া’ নামের ডিসকভারি চ্যানেলের তথ্যচিত্রও দেখতে পারবেন, যেটি এই বছরই মুক্তি পেয়েছে।

সৌদিয়া এয়ারলাইনসের কর্পোরেট কমিউনিকেশনসের ভাইস প্রেসিডেন্ট খালেদ তাশ জানান, জাদুঘরটি তাদের সঙ্গে রয়্যাল কমিশনের ধারাবাহিক সহোযোগী কাজেরই একটি অংশ। এর লক্ষ্য আলউলার সমৃদ্ধশালী ঐতিহ্য তুলে ধরা পাশাপাশি আলউলাকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বব্যাপী প্রচার করা।
সূত্র : আরব নিউজ