শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নাগরিকদের ইথিওপিয়া ছাড়তে বলছে যুক্তরাষ্ট্র

আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ ইথিওপিয়ায় চলমান সহিংসতা ও বিক্ষোভের জেরে জরুরি কাজে নিয়োজিত ছাড়া অন্য নাগরিকদের ভূখণ্ডটি ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাতে আদ্দিস আবাবায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে নির্দেশনাটি দেওয়া হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইথিওপিয়ায় সহিংসতা বৃদ্ধির পর বুধবার (৩ নভেম্বর) গভীর উদ্বেগের কথা জানিয়েছে ওয়াশিংটন। মূলত এরপরই ইথিওপিয়ায় মার্কিন দূতাবাস থেকে এমন সিদ্ধান্তটি সামনে এলো। এরপর ডেনমার্ক এবং ইতালিও নিজ নিজ দেশের নাগরিকদের দ্রুত ইথিওপিয়া ত্যাগের আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত থেকে পুরো ইথিওপিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। টাইগ্রের বিদ্রোহীদের আমহারা অঞ্চলের দুটি এলাকা দখলে নেওয়ার দাবি জানানোর পর রাজধানী আদ্দিস আবাবার দিকে অগ্রসর হওয়ার শঙ্কায় ঘোষণাটি দেয় সরকার।

দীর্ঘ ছয় মাসের জন্য জরুরি অবস্থা কার্যকর করেছে দেশটির সরকার। ফলে পথঘাটে সাধারণ মানুষের চলাচল ও পণ্য পরিবহন কার্যত অচল হয়ে পড়েছে। সামরিক বাহিনী যেসব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে সেসব এলাকায় কারফিউ জারি রয়েছে। এমনকি ঘর থেকে বের হলেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছে দেশটির নাগরিকরা। এমনকি কথিত সন্ত্রাসীদের সঙ্গে কারো সম্পৃক্ততার সন্দেহ হলে সঙ্গে সঙ্গে আটক করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য, সম্প্রতি টাইগ্রের বিদ্রোহীরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আমহারা অঞ্চলের দেসি ও কোমবোলচা শহরের নিয়ন্ত্রণ নেয় বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ এই শহর দুটি রাজধানী আদ্দিস আবাবা থেকে চারশ কিলোমিটার দূরে অবস্থিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নাগরিকদের ইথিওপিয়া ছাড়তে বলছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত সময় : ০৬:৪৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১

আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ ইথিওপিয়ায় চলমান সহিংসতা ও বিক্ষোভের জেরে জরুরি কাজে নিয়োজিত ছাড়া অন্য নাগরিকদের ভূখণ্ডটি ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাতে আদ্দিস আবাবায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে নির্দেশনাটি দেওয়া হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইথিওপিয়ায় সহিংসতা বৃদ্ধির পর বুধবার (৩ নভেম্বর) গভীর উদ্বেগের কথা জানিয়েছে ওয়াশিংটন। মূলত এরপরই ইথিওপিয়ায় মার্কিন দূতাবাস থেকে এমন সিদ্ধান্তটি সামনে এলো। এরপর ডেনমার্ক এবং ইতালিও নিজ নিজ দেশের নাগরিকদের দ্রুত ইথিওপিয়া ত্যাগের আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত থেকে পুরো ইথিওপিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। টাইগ্রের বিদ্রোহীদের আমহারা অঞ্চলের দুটি এলাকা দখলে নেওয়ার দাবি জানানোর পর রাজধানী আদ্দিস আবাবার দিকে অগ্রসর হওয়ার শঙ্কায় ঘোষণাটি দেয় সরকার।

দীর্ঘ ছয় মাসের জন্য জরুরি অবস্থা কার্যকর করেছে দেশটির সরকার। ফলে পথঘাটে সাধারণ মানুষের চলাচল ও পণ্য পরিবহন কার্যত অচল হয়ে পড়েছে। সামরিক বাহিনী যেসব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে সেসব এলাকায় কারফিউ জারি রয়েছে। এমনকি ঘর থেকে বের হলেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছে দেশটির নাগরিকরা। এমনকি কথিত সন্ত্রাসীদের সঙ্গে কারো সম্পৃক্ততার সন্দেহ হলে সঙ্গে সঙ্গে আটক করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য, সম্প্রতি টাইগ্রের বিদ্রোহীরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আমহারা অঞ্চলের দেসি ও কোমবোলচা শহরের নিয়ন্ত্রণ নেয় বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ এই শহর দুটি রাজধানী আদ্দিস আবাবা থেকে চারশ কিলোমিটার দূরে অবস্থিত।