মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সড়কে ঝরলো ৪ শিক্ষার্থীর প্রাণ

টাঙ্গাইলের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৪ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। সোমবার সকালে ঘাটাইলে এবং রোববার (৭ নভেম্বর) দিনগত রাতে কালিহাতী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্কুল শিক্ষার্থী ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ হোসেন (১৩), একই গ্রামের শাহজালালের ছেলে আবু বক্কর (১৫) ও মৃত রমজান আলীর ছেলে সাইম (১৬) এবং কলেজ শিক্ষার্থী টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের আয়নাপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে রাকিব হাসান (১৯)।
সোমবার ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় তিন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। সকালে উপজেলার ঘাটাইল-ধলাপাড়া সড়কের ধলাপাড়া চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ধলাপাড়া এস.ইউপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূঁইয়া বলেন, ওই তিন শিক্ষার্থী একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তাদের মোটরসাইকেলটি বেশি স্পিডের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন শিক্ষার্থী নিহত হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে গেছে। পরে নিহতদের স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার পরিবর্তনকে বলেন, দুর্ঘটনার পরে লাশ স্বজনরা যার যার বাড়িতে নিয়ে যায়।
অপরদিকে, রোববার রাতে কালিহাতী উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরভাবলা এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় রাকিব হাসান নামের এক মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়।
পুলিশ জানায়, হতাহতরা রাতে মোটরসাইকেলযোগে বঙ্গবন্ধু সেতু এলাকায় ঘুরতে যাচ্ছিলো। পথিমধ্যে তারা চরভাবলা এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ির সাথে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টাঙ্গাইলে সড়কে ঝরলো ৪ শিক্ষার্থীর প্রাণ

প্রকাশিত সময় : ০৪:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১

টাঙ্গাইলের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৪ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। সোমবার সকালে ঘাটাইলে এবং রোববার (৭ নভেম্বর) দিনগত রাতে কালিহাতী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্কুল শিক্ষার্থী ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ হোসেন (১৩), একই গ্রামের শাহজালালের ছেলে আবু বক্কর (১৫) ও মৃত রমজান আলীর ছেলে সাইম (১৬) এবং কলেজ শিক্ষার্থী টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের আয়নাপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে রাকিব হাসান (১৯)।
সোমবার ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় তিন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। সকালে উপজেলার ঘাটাইল-ধলাপাড়া সড়কের ধলাপাড়া চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ধলাপাড়া এস.ইউপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূঁইয়া বলেন, ওই তিন শিক্ষার্থী একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তাদের মোটরসাইকেলটি বেশি স্পিডের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন শিক্ষার্থী নিহত হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে গেছে। পরে নিহতদের স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার পরিবর্তনকে বলেন, দুর্ঘটনার পরে লাশ স্বজনরা যার যার বাড়িতে নিয়ে যায়।
অপরদিকে, রোববার রাতে কালিহাতী উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরভাবলা এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় রাকিব হাসান নামের এক মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়।
পুলিশ জানায়, হতাহতরা রাতে মোটরসাইকেলযোগে বঙ্গবন্ধু সেতু এলাকায় ঘুরতে যাচ্ছিলো। পথিমধ্যে তারা চরভাবলা এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ির সাথে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।