শনিবার রাত ৯ টায় নবাব আব্দুল লতিফ হলের গেস্টরুমে প্লাবন কুমার অনুবাদিত ৩ টা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। প্লাবন কুমারের অনুবাদকৃত তিনটি বই ‘ছোট অভ্যাস বড় সাফল্য’,’মিরাকল মর্নিং’ এবং ‘ইলুমিনাতি এজেন্ডা”।
এই সময় উপস্থিত ছিলেন নবাব আব্দুল লতিফ হলের প্রোভোস্ট একরামুল ইসলাম এবং রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ আরো অনেকে।
ছোটবেলা থেকে লেখালেখির উপর ঝোঁক প্লাবন কুমারের। গাইবান্ধা জেলার ছোট একটি গ্রামে তার জন্ম। প্রত্যন্ত অঞ্চল থেকে বেড়ে উঠা প্লাবন কুমার বর্তমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
প্লাবন কুমার বলেন:ছোটবেলা থেকেই লেখালেখি আমার ভাললাগে৷ সেই ভালোলাগা থেকে অনুবাদ করা৷ আশা করি বইগুলো পাঠকদের ভালো লাগবে এবং এখান থেকে তারা উপকৃত হবে৷
প্লাবন কুমারের বইগুলো মূলত মোটিভেশনাল এবং নন-ফিকশন ঘটনার৷ করোনাকালীন সময়ে যখন সবাই অলস সময় পার করছেন কিন্তু তখন বইগুলো লিখেছেন বইগুলো৷ তাছাড়া সামনে বেশ কিছু বইয়ের চূড়ান্ত সম্পাদনার কাজ চলছে৷ অনুবাদ ছাড়াও মৌলিক বই নিয়েও কাজ করছেন প্লাবন কুমার।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন সকলে তার কাজের প্রশংসা করছেন।

নিজস্ব প্রতিবেদক: 

























