শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আইওরা’র চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) চেয়ারম্যান হতে যাচ্ছে বাংলাদেশ। চলতি মাসের ১৭ তারিখ ঢাকায় অনুষ্ঠেয় সংস্থাটির কাউন্সিল অব মিনিস্টার সভায় বর্তমান চেয়ার সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে চেয়ারম্যানশিপ গ্রহণ করবে ঢাকা।

ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থাটির ২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২৩-জাতি জোটের চেয়ার হচ্ছে বাংলাদেশ।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খোরশেদ আলম সংবাদ মাধ্যমকে বলেন, আমরা প্রথমবারের মতো চেয়ার হচ্ছি। এবারের ২১তম মিনিস্টারিয়েলে এ দায়িত্ব হস্তান্তর হবে।

তিনি বলেন, আমরা অবশ্যই চাইবো সদস্য রাষ্ট্রগুলোর ইচ্ছার প্রতিফলন ঘটাতে একইসাথে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করতে।’

এদিকে আগামী ১৫ ও ১৬ নভেম্বর সিনিয়র অফিসিয়াল বৈঠকের পরে ১৭ নভেম্বর মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। এবারের অনুষ্ঠানে ১২ জন মন্ত্রীসহ ৮২ জন কর্মকর্তা সশরীরে উপস্থিত থাকবেন। এছাড়া, ভার্চুয়ালি যোগদানের সুযোগ থাকবে যারা আসতে পারছে না।

এবারের এজেন্ডা জানতে চাইলে সচিব বলেন, এটি নিয়ে এখনও কাজ চলছে। মোটামুটি বলা যায় বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেগুলো হলো বাণিজ্য ও বিনিয়োগ, মৎস্য ব্যবস্থাপনা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়, সুনীল অর্থনীতি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন। এছাড়া শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা, এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও সম্পৃক্ততার ক্ষেত্র বৃদ্ধি।

অনুষ্ঠান শেষে ‘ঢাকা ঘোষণা’ গৃহীত হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আইওরা’র চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ

প্রকাশিত সময় : ০৪:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) চেয়ারম্যান হতে যাচ্ছে বাংলাদেশ। চলতি মাসের ১৭ তারিখ ঢাকায় অনুষ্ঠেয় সংস্থাটির কাউন্সিল অব মিনিস্টার সভায় বর্তমান চেয়ার সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে চেয়ারম্যানশিপ গ্রহণ করবে ঢাকা।

ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থাটির ২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২৩-জাতি জোটের চেয়ার হচ্ছে বাংলাদেশ।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খোরশেদ আলম সংবাদ মাধ্যমকে বলেন, আমরা প্রথমবারের মতো চেয়ার হচ্ছি। এবারের ২১তম মিনিস্টারিয়েলে এ দায়িত্ব হস্তান্তর হবে।

তিনি বলেন, আমরা অবশ্যই চাইবো সদস্য রাষ্ট্রগুলোর ইচ্ছার প্রতিফলন ঘটাতে একইসাথে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করতে।’

এদিকে আগামী ১৫ ও ১৬ নভেম্বর সিনিয়র অফিসিয়াল বৈঠকের পরে ১৭ নভেম্বর মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। এবারের অনুষ্ঠানে ১২ জন মন্ত্রীসহ ৮২ জন কর্মকর্তা সশরীরে উপস্থিত থাকবেন। এছাড়া, ভার্চুয়ালি যোগদানের সুযোগ থাকবে যারা আসতে পারছে না।

এবারের এজেন্ডা জানতে চাইলে সচিব বলেন, এটি নিয়ে এখনও কাজ চলছে। মোটামুটি বলা যায় বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেগুলো হলো বাণিজ্য ও বিনিয়োগ, মৎস্য ব্যবস্থাপনা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়, সুনীল অর্থনীতি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন। এছাড়া শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা, এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও সম্পৃক্ততার ক্ষেত্র বৃদ্ধি।

অনুষ্ঠান শেষে ‘ঢাকা ঘোষণা’ গৃহীত হবে বলে জানান তিনি।