শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কলেজের সামনে মিরপুর রোড অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন।
এ সময় তারা শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন পুলিশ তাদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। পরে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীরা জানান, আজকের মধ্যে সমস্যার সমাধান না হলে শনিবার থেকে কঠোর আন্দোলন শুরু করবেন তারা।
নিউ মার্কেট থানার ওসি এস এম কাইয়ুম জানান, শিক্ষার্থীদের এই সমস্যা নিয়ে তারা বাস মালিকদের সঙ্গে কথা বলবেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























