র্যাব জানায়, রাজশাহী জেলার চারঘাট মডেল থানার মামলা নম্বর ১৩। এজাহার নামীয় হত্যা মামলার পলাতক আসামী হালিম (২৯)। তিনি চারঘাটের টাংগন এলাকার আব্দুল হামেদের ছেলে।
হালিমসহ আরো ৮ থেকে ১০ জন আসামী ভারতীয় তৈরি ফেন্সিডিল কেনাবেচাকে কেন্দ্র করে বিরোধের জেরে গত ৮ থেকে ১০ সেপ্টম্বরের মধ্যে চারঘাট ইউসুফপুর গ্রামের শান্ত আলীকে (১৮) পরিকল্পিতভাবে হত্যা করে কচুক্ষেতের মধ্যে জমে থাকা পানিতে মরদেহ লুকিয়ে রাখে।
আসামী হালিমকে চারঘাট মডেল থানায় হস্থান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।

নিজস্ব প্রতিবেদক: 

























